• লেখকগণ

Book Categories

  • বাংলা লিরিক
  • Privacy Policy

Monday, April 20, 2020

স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা সমগ্র সকল খন্ড বাংলা পিডিএফ.

স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা সমগ্র সকল খন্ড

পুস্তক প্রকাশকের নিবেদন-

Author Image

About arko বাংলা বই আমার ভীষণ প্রিয়, আসলে বাংলা ভাষা আমার খুব প্রিয় ভাষা। অবসর সময়ে বাংলা লেখকদের এই অসাধারণ সৃষ্টিগুলি পড়ি এবং নিজেকে আবিষ্কার করি নতুন রূপে, নতুন উদ্যোমে। কখনো কখনো পৌঁছে যাই রূঢ় বাস্তব অথবা কাল্পনিক জগতে। তো সব সময় বই কিনে পড়া হয় না বা কিছু বইতো আর কিনতে পাওয়াও যায় না তখন ভরসা পিডিএফ, ইপাব, মোবি ফাইলগুলি ঐ মুটোফোনে পড়ার জন্য। এইভাবে নেটের জগৎ ঘেঁটে এগুলি সংগ্রহ করতে করতে সেগুলোর পরিমাণ অনেকটাই বাড়িয়ে ফেলেছি, তাই ভাবলাম সেগুলি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করা যাক।

No comments:

Post a comment, recent posts, popular posts.

রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক সমূহ pdf

Blog Archive

'বাংলা পুস্তক' ব্লগে আপনাকে স্বাগতম, author categories.

স্বামী বিবেকানন্দের জীবনী | Swami Vivekananda Biography in Bengali

swami vivekananda biography

আপনি কি মহান স্বামী বিবেকানন্দের জীবনী সম্পর্কে জানতে চান? সুন্দর, আপনি ইন্টারনেটের উপলব্ধ সেরা সম্পদ গুলির একটিতে এসেছেন| Swami Vivekananda Biography in Bengali .

তাহলে জেনে নিন এই আর্টিকেলে আপনি কি কি জানতে পারবেন

আচ্ছা আপনি একটা কথা বলুন আপনি কি ভগবান কে দেখেছেন, কিছু এইরকমই প্রশ্ন সবসময় জিজ্ঞাসা করতেন স্বামী বিবেকানন্দ ছোটবেলায়। স্বামী বিবেকানন্দ বিশ্বের সমস্ত সুখ-সুবিধা ছেড়ে শুধুমাত্র লাঠিও বাটি নিয়ে পুরো ইন্ডিয়া ঘুরে ছিলেন। সে ভগবানকে দেখতে চেয়ে ছিলেন এবং খুবই তাড়াতাড়ি এতে সফল হয়ে গিয়েছিলেন।

এই আর্টিকেলে আপনি স্বামী বিবেকানন্দের জীবনী সম্পর্কে জানতে পারবেন । Swami Vivekananda Biography in Bengali

?






এই আর্টিকেলে আপনি এই সব জানতে পারবেন আরও এর সাথে অনেক প্রশ্নের উত্তর জানবেন.

তার আগেই জেনে নিন স্বামী বিবেকানন্দের পরিচয়

নামস্বামী বিবেকানন্দ
বাল্য নামনরেন্দ্রনাথ দত্ত
পিতাবিশ্বনাথ দত্ত
মাতাভুবনেশ্বরী দেবী
গুরুরামকৃষ্ণ পরমহংসদেব
জন্মতারিখ১২ ই জানুয়ারি ১৮৬৩
জন্মস্থানউত্তর কলকাতা
কে ছিলেনহিন্দু মহান সন্ন্যাসী আধ্যাত্মিক গুরু লেখ সংগীত দত্ত
শিক্ষাসাহিত্য পাশ্চাত্য, দর্শন, ধর্ম, ইতিহাস, সমাজবিজ্ঞান ও শিল্পকলা
বিদ্যালয়ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশন
বিশ্ববিদ্যালয়প্রেসিডেন্সি কলেজ এবং স্কটিশ চার্চ কলেজ ( Calcutta )
জাতীয়তাভারতীয়
ধর্মহিন্দু ধর্ম
জাতিবাঙালি
মৃত্যু৪ ঠা জুলাই ১৯০২

বিবেকানন্দের ছোটবেলা ( নরেন্দ্রনাথ )

আরো পড়ুন – রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী|

তাহলে এসো কথা বলি তার শুরু জীবনের স্বামী বিবেকানন্দের জন্ম ১২ জানুয়ারি ১৮৬৩ সালে মকর সংক্রান্তির দিন হয়েছিল। মকর সংক্রান্তি একটা উৎসব ঐদিন গঙ্গা নদীর কিনারায় প্রচুর লোক পূজা করতে আসত|

স্বামীজীর ঘর থেকে ওই পুজো আরোতি আওয়াজ শোনা যাচ্ছিল, স্বামীজীর মা ভগবান কে খুব মানতো ও পূজা পাঠ করতেন, যাতে তার এক ছেলে হয় এবং সে তার পরিবারের নাম উঁচু করে। একদিন স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী স্বপ্নে ভগবান শিবকে দেখলেন তিনি দেখলেন যে ভগবান তাকে বলছে যে সে তার ছেলের রুপে জন্মগ্রহণ করবে, এই কথা শুনে স্বামীজীর মা খুবই খুশি হন ও তার চোখের খুশির জল পরছিল|

এইজন্যই তার ছেলের নাম বীরেশ্বর যা ভগবান শিবের আরেক নাম রাখতে চেয়েছিল কিন্তু তার পরিবার স্বামীজীর নাম নরেন্দ্রনাথ রাখলেন|স্বামীজীকে সবাই ভালোবেসে নরেন বলে ডাকত, কে জানতো বড় হয়ে স্বামী বিবেকানন্দ হবে যার সবাই এত সম্মান করবে |

হিন্দু ধর্মের জন্য তার ভালোবাসা ছোটবেলা থেকেই পরিস্কার দেখা যেত|তার জন্ম কলকাতার দত্ত পরিবারে হয়েছিল এবং তাঁর পরিবারের সবাই খুবই বুদ্ধিমান ও লেখাপড়া ছিল| আর প্রায়ই অন্যদের সাহায্য করত যার কারণে স্বামীজীর খুব নাম ছিল সবাই স্বামীজীকে খুব মানতো,

তার পিতা কলকাতার হাইকোর্টের লয়ার ছিলেন|নরেন তার পিতার মতো কম দাদুর মত বেশি ছিল| তার পিতা সব সুখ সুবিধা ভালো লাগতো কিন্তু নরেন সাধুর মত সিম্পল থাকতে পছন্দ করত|

তার জীবনের প্রথম শিক্ষক তার মা ছিলেন তার মা তাকে অ্যালফাবেট আর ইংলিশের ওয়ার্ড শেখাতো, সে তাকে রামায়ণ ও মহাভারতের গল্প শোনাতো, ছোট নরেন কে রামজির গল্প খুব পছন্দ হতো রাম নাম নরেনের হিরোর মত লাগত, সে তার স্ত্রী সীতাকে বাঁচানোর জন্য লড়াই অব্দি করেছিল|

নরেন সব বাচ্চা থেকে আলাদা ছিল মনে হয় তার জন্য তার স্বপ্ন আলাদা আসত| আর নরেন ভাবতো সবাইকেই এইরকমই স্বপ্ন আসে এটা কোন বড় কথা নয়| হঠাৎ একবার তার স্বপ্নের চকচকে বল দেখা গিয়েছিল, যেখান থেকে খুব আলোর রশ্মি বের হচ্ছিল, যার রং বদলাতেই আছে ওই বল ধীরে ধীরে বড় হচ্ছিল এবং এ পয়েন্টে এসে ফেটে গিয়েছিল, সেখান থেকে বেরোনো রশ্মি সাদা রং তার উপরে পড়তে থাকে এবং তাকে পুরোপুরি ঢেকে দেয়|

যখন স্বামী বিবেকানন্দ (নরেন্দ্রনাথ) বয়স ৮ বছর তখন সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইনস্টিটিউশনে ভর্তি হন (১৮৭১ – ১৮৭৭) এবং নরেন ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই মেধাবী ছিলেন|এরপর নরেন তার পরিবারের সঙ্গে রায়পুর চলে যায় এবং ওখানে বাড়িতেই দুই বছর পড়াশোনা করে|

এরপর রায়পুর থেকে ফিরে আসার পর ১৮৭৯ খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করে  নরেন্দ্রনাথ  প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন।

এরপর ১৮৮০ তে প্রেসিডেন্সি কলেজে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর কলকাতার সুপ্রতিষ্ঠা কলেজ স্কটিশ চার্চ কলেজ এ ভর্তি হন. এখানে তিনি পাশ্চাত্য যুক্তিবিদ্যা, পাশ্চাত্য দর্শন ও ইউরোপীয় ইতিহাস নিয়ে পড়াশোনা করেন, কলেজ থেকে স্নাতক শেষ করার সময় পর্যন্ত তিনি বিভিন্ন বিষয়ে বিস্তৃত জ্ঞান অর্জন করেছিলেন।

আপনি কি জানেন একদিকে তিনি হিন্দু ধর্মগ্রন্থ যেমন ভগবদ্গীতা এবং উপনিষদ পড়েন এবং অন্যদিকে ডেভিড হিউম, হার্বার্ট স্পেন্সার প্রমুখের পশ্চিমা দর্শন এবং আধ্যাত্মিকতা|

আরো পড়ুন – নেতাজি সুভাষচন্দ্র বসু বায়োগ্রফি 

মানুষ ও সমাজের প্রতি ভালোবাসা স্বামী বিবেকানন্দের

ছোটবেলা থেকেই আলাদা আলাদা ধর্ম যেমন হিন্দু মুসলিম ধনী গরিবের জন্য প্রশ্ন তুলতে থাকতো|একদিন তার পিতার অফিসে টোবাকো পাইপের বক্স দেখতে পায়, এটা তার পিতা ক্লায়েন্টের জন্য ছিল আর আলাদা আলাদা হিন্দু কাস্ট এর বক্স ও মুসলিমের জন্য আলাদা বক্স রাখা ছিল, নরেন প্রত্যেক বক্স থেকে টোবাকো পাইপ বের করে ট্রাই করল, তার পিতা যখন তাকে দেখল তাকে খুব বকলো কিন্তু নরেন বলল আমাকে তো কোনো আলাদা কিছু মনে হলো না|

নরেন কে সব সময় সব কথা জানার ইচ্ছা থাকতো একবার সে তার পিতাজি কে জিজ্ঞাসা করলো আপনি আমার জন্য কি করেছেন ? তার পিতা খুবই বুদ্ধিমান ছিলেন সে তাকে আয়নায় দেখতে বললেন আর বলল নিজেকে এই আয়নাতে দেখে বুঝতে পারবে আমি তোমার জন্য কি করেছি|

নরেন আবার একদিন জিজ্ঞাসা করল পিতাজি কে আমাকে কিরকম ইমেজ বিশ্বের সামনে রাখা উচিত ? তার পিতাজি বললো কখনো কোনো জিনিসকে দেখে সারপ্রাইজ হওনা| এই কারন ছিল সবাই এর সম্মান করা উচিত এবং কাউকে অসম্মান করা উচিত নয়, যখন সন্ন্যাস হয়ে গিয়েছিলেন মানে সাধুর মতো থাকতো তখন যে কোন রাজার মহলে বা কোন গরীবের ঘরে গেলে সে সবসময় একই রকম ব্যবহার করত|

সন্ন্যাস ধর্ম কেন ও কিভাবে নিলেন

swami vivekananda biography in bengali 1 min

নরেন যখন ছোট ছিল তাকে দু রকম স্বপ্ন এসেছিল একজন খুব লেখাপড়া মানুষ যার কাছে প্রচুর অর্থ ও সুন্দর বাড়ি ছিল ও সমাজে তার খুব নাম ছিল আর তার স্ত্রী এবং সুন্দর সুন্দর বাচ্চা ছিল|

দ্বিতীয় যে সন্ন্যাস এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে থাকতো তাকে সিম্পল জীবন পছন্দ ছিল এইরকম সুখ-সুবিধা তাকে খুশি দিত না, তার তো একটাই ইচ্ছা যে সে ভগবান কে জানবে ওতার আরো কাছে যাবে|ও নরেন জানত এর মধ্যে সে যেকোনো একটা হতে পারে|

নরেন খুব ভেবে দেখল আর তার মনে হল সে এক সন্ন্যাস এর মতন জীবন যাপন করবে| বিশ্বে কি আবিষ্কার হচ্ছে কে কি প্রাপ্ত করছে এতে তার কোন জানার ইচ্ছে ছিল না| তার কাছে তার একটাই লক্ষ্য ছিল সে ভগবান কে দেখবে তাকে উপলব্ধি করবে, ভগবানের সাথে দেখা করলে কেমন লাগবে|

সে চেয়েছিল যে তাকে এমন কেউ মানুষ রাস্তা দেখায় যে নিজে উপলব্ধি করেছে যে নিজে ভগবান কে দেখেছে| সেই খোঁজে সে ব্রাহ্মসমাজ যুক্ত হলেন, এবং হঠাৎ একদিন সে এই গ্রুপের লিডার এর কাছে জিজ্ঞাসা করল স্যার আপনি কি ভগবানকে দেখেছেন ?

তার কথা শুনে দেবেন্দ্রনাথ খুব সারপ্রাইজ হয়েছিল, সে নরেনের মনকে ঘোরানোর জন্য তাকে বলল তুমি সাধুর মতো তোমাকে না খুব ধ্যান করা উচিত| তার কথা শুনে নরেন উদাস হয়ে গিয়েছিল, তার মনে হয়েছিল যে রকম গুরু সে চায় এ ঠিক সেরকম নয়, সে প্রচুর লোককে জিজ্ঞাসা করল অনেক খুঁজলো কিন্তু সে যা চায় তা পাচ্ছে না|তারপর সে একদিন রামকৃষ্ণের সম্পর্কে জানতে পারল

গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস

তারপর শ্রী রামকৃষ্ণের সম্পর্কে জানলো যার মন এত পরিষ্কার আর যে এত গভীরভাবে ধ্যান করত যে ভগবানকে অনুভব করেছে| নরেন দক্ষিণেশ্বর মন্দিরে শ্রী রামকৃষ্ণের সঙ্গে দেখা করেন রামকৃষ্ণ নরেনের সাথে দেখা করে খুবই প্রসন্ন হয়েছিল|

নরেন পুরো মন দিয়ে ভজন গিয়ে শোনাতো আর রামকৃষ্ণ বুঝে যায় নরেন সব বাচ্চা থেকে আলাদা| এই রকম লাগতো নরেনের চোখ সবসময় ধ্যানমগ্ন হয়ে থাকতো, অন্যদের পোশাক বা তাকে কেমন দেখতে তার উপর কোন ধ্যান দিতোনা| শিক্ষক রামকৃষ্ণ খুবই খুশি ছিল যে ফাইনালি সেএমন এক ছাত্র পেয়েছেন যে তার নিজের বিচার তাকে বলতে পারে|

রামকৃষ্ণ কে ছাড়া কোন শিক্ষক কখনো বলেনি যে সত্যিই ঈশ্বরকে দেখেছেন| এবার নরেনের বিশ্বাস হয়ে গিয়েছিল যে সে যাকে খুঁজছেন তাকে পেয়ে গিয়েছিল|

একদিন সে জিজ্ঞাসা করল শিক্ষক আপনি কি ভগবান কে দেখেছেন ? রামকৃষ্ণ বলল হ্যাঁ আমি ভগবান দেখেছি যেভাবে আমি তোমায় দেখতে পারি, সেভাবে আমি ভগবান কে দেখতে পারি, ভগবানকে দেখা যেতে পারে, তার সঙ্গে কথা বলা যেতে পারে|

লোক তার পরিবার টাকা-পয়সার জন্য কাঁদে কিন্তু ভগবানের এক ঝলক দেখার ইচ্ছা কারো মধ্যে নেই কেউ ভগবান কে দেখার জন্য চোখের জল ফেলে না, সত্যিই কেউ ভগবানকে দেখতে চায় সে দেখতে পারি এই কথা শুনে নরেনের মনে খুব শান্তি হলো|এইভাবে কিছুদিন চলতে চলতে রামকৃষ্ণের মৃত্যু হয়ে যায় |

এরপর সব সন্ন্যাস হতাশ হয়ে যায় এখন নরেনের বয়স 23 বছর এবার তার দায়িত্ব ছিল নতুন সন্ন্যাসীদের লক্ষ্য রাখা আর তাদের পড়ানো| নরেন মন দিয়ে সন্ন্যাসীদের পড়ান ও লক্ষ্য রাখেন| এবং ধীরে ধীরে ছাত্ররাও সাধুর মতন জীবন-যাপন করতে শুরু করে|

নরেন সব সময় পুজোপাঠ লেখাপড়া ধ্যান ভজন এইসবের লিপ্ত হয়ে যেতেন| নরেন এইসবে এত মগ্ন হয়ে যেত কখনও কখনও খাওয়া ভুলে যেত এবং সে খুবই সাধারণ খাবার খেতে যেমন শুধু ভাত নুন দিয়ে|

সে বিশ্বাস করত কোন জিনিসের লোভ ভগবানের কাছ থেকে দূরে নিয়ে যায়| তিনি খুব সাধারণ কাপড় পরতো নরেন ছাত্রদের সাথে থাকত ও তাদেরকে জ্ঞান বাড়াতো বিশ্বের আলাদা আলাদা জায়গার বই পড়ে শোনাতো আর বিজ্ঞানী প্রোটো, অ্যারিস্টোটল, বুদ্ধ, সমস্ত মানুষের ব্যাপারে বলতো এবং নরেন কর্মযোগ ভক্তি শেখাতো|

এক সময় নরেনের মনে হল যে তার ভেতরে শক্তি কে সে দেখতে চাই, এবং সে চাইছিল সব সন্ন্যাসি নির্ভরশীল হোক এইজন্যে নরেন ঐ সমস্ত সন্ন্যাসী ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়ে|

এটা তার সবসময়ের ইচ্ছা ছিল যে সে এক সাধুর মতন জীবন যাপন করবে| আর তার কাছে শুধু একটা লাঠি ও বাটি ছিল|এইভাবে চলতে থাকল এবং এগোতে থাকলো এইভাবে এক নরেন সন্ন্যাসী থেকে স্বামী বিবেকানন্দ তৈরি হয়েছিল|

আরো পড়ুন – রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী

আমেরিকা ভ্রমণ

রাজা রামনাথ স্বামীজীকে আমেরিকার শিকাগোতে যাওয়ার কথা বলল কারণ স্বামীজি যাতে Parliament of religion (ধর্ম সংসদ) এ হিন্দু ধর্মের ব্যাপারে সবাইকে বলতে পারে|এইভাবে স্বামীজি আমেরিকাতে যায়|

আমেরিকাতে স্বামীজীর অরেঞ্জ কাপড় দেখে সবাই অন্যরকম ভাবতো এর আগে এই রকম কাপড় আমেরিকার বাসি কখনো পড়েনি, যখন স্বামীজি রাস্তায় চলত ছোট বাচ্চারা তাকে অনুসরণ করতো.

ধর্ম সংসদ ১৮৯৩ এ খোলা হয়েছিল. ধর্ম সংসদের লক্ষ্য ছিল এটাই west counrty সায়েন্স আর টেকনোলজি তে কত এগিয়ে গিয়েছিল, এইজন্য পার্লামেন্টের রিলিজিয়ান লিডারদের ডাকা হয়| এই ধর্ম সংসদে 7000 এর বেশি লোক জমা হয়েছিল, গোটা বিশ্ব থেকে রিলিজিয়ান লিডার এসেছিল. এবং সমস্ত ধর্মের প্রচার এর জন্য একজন করে লিডার পাঠানো হয়েছিল,

এই ধর্মগুলি ছিলো ইসলাম, বুদ্ধ, ক্রিশ্চান, সিন্ধু, জেন ও হিন্দু প্রত্যেকে লিডারের কে সামনে এসে তাদের বক্তৃতা দিতে হবে|স্বামীজি এইসব দেখে ভয় পেয়ে গিয়েছিলেন এবং স্বামীজি কোন বক্তিতা তৈরি করে আনে নি, স্বামীজি জানত না এটা তার দরকার পড়বে|

স্বামীজি প্রথমবার এত লোকের সামনে বক্তৃতা দিতে যাচ্ছিলেন স্বামীজি ওখানকার পার্লামেন্টের কাজ করার টিমকে রিকুয়েস্ট করল তাকে যেন সবার শেষে ডাকা হয়, এবং শেষে স্বামী বিবেকানন্দের বলার সময় আসলো তার প্রথম শব্দ ছিল Brothers and sister of America ( আমেরিকার ভাই ও বোন )

স্বামী বিবেকানন্দের এই কথা শুনে পার্লামেন্টে থাকা সমস্ত লোক দাঁড়িয়ে স্বামীজীর জন্য হাত তালি বাজালো, এবং সবাই ভেবেছিল কেউ একজন আলাদা এসেছে সবার মনে হলো একজন পুরো মন থেকে বলছে এবং তার কথাই সত্য আছে স্বামীজি সবাইকে বলতে চাইছে যে একে অপরকে বিশ্বাস করতে ও সম্মান করতে, আমাদেরকে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে এবং শান্তির চেষ্টা করতে হবে, কেউ আমাদের থেকে আলাদা তো কি হয়েছে আমাদের সবাইকে সম্মান করতে হবে|

স্বামীজি শুধু নিজের ধর্মের ব্যাপারে বলেনি সমস্ত ধর্মের ব্যাপারে বলেছেন, স্বামী বিবেকানন্দের এইসব কথা ও তার জিজ্ঞাসা করার কৌশল তাকে সবার ভিড় থেকে আলাদা করত|

স্বামী বিবেকানন্দের মৃত্যু কিভাবে হয়

স্বামী বিবেকানন্দের আস্থামা হয়ে গিয়েছিল ডক্টর স্বামী বিবেকানন্দকে নর্থ ইন্ডিয়া যেতে বলেছিল কারণ সেখানকার আবহাওয়া ভালো ছিল, এবং নর্থ ইন্ডিয়ান লোকেরা স্বামী বিবেকানন্দের সাথে দেখা করতে চাইছিলেন অনেকদিন ধরে, তাই স্বামীজি রাজি হয়ে যান এবং নর্থ ইন্ডিয়া চলে যায়| তারপর ধীরে ধীরে স্বামী বিবেকানন্দের শরীর দুর্বল হতে থাকে কিন্তু চিন্তাশক্তি খুবই পরিষ্কার ছিল|

যদি কোন সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে আরাম করতে বলতো স্বামীজি সেটা মানতো না| স্বামী বিবেকানন্দ বুঝতে পেরে গিয়েছিলেন যে সে আর ৪০ বছর বয়স অবধি বাজবেনা স্বামী বিবেকানন্দের বয়স তখন ৩৯ বছর পাঁচ মাস হয়ে গিয়েছিল| স্বামী বিবেকানন্দ হিসাব করলে তার মৃত্যু কখন হবে, এবং স্বামী বিবেকানন্দের সব থেকে সিনিয়ার সন্ন্যাসীকে বলে দিয়েছিলেন যে তার অন্তিম সংস্কার কোথায় কারতে চায়|

শুক্রবার সন্ধ্যা সাতটায় বেল বাজলো পুজোর সময় হয়ে গিয়েছিল স্বামীজি তাঁর নিজের কক্ষে পুজো আর ধ্যান করতে চলে গিয়েছিলেন, সে তার সেবক কে বলল সে একঘণ্টা তার কক্ষে থাকবে কেউ যেন তাকে বিরক্ত না করে. তারপর স্বামীজি তাঁর সেবক কে সাহায্যের জন্য ডাকলো কক্ষের সমস্ত দরজা জানালা খুলতে বলল যাতে তাজা হাওয়া আছে স্বামীজি বিছানায় শুয়ে পড়লেন তার সেবক ভাবলেন স্বামীজি ঘুমিয়ে গিয়েছে,

স্বামীজি সেইরকমই শুয়ে আছে স্বামীজি চেহারায় খুব শান্তি ছিল, স্বামীজীর লম্বা নিশ্বাস নিচ্ছিল এবং তার হাত-পা কাঁপতে থাকে ও চোখ মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো. এই ঘটনা রাত নটায় হয়েছিল, তারপরের দিন সমস্ত সন্ন্যাসী স্বামীজীর শরীরকে সেই বেলুড়মঠে নিয়ে গিয়েছিল যেখানে স্বামীজি বলেছিল, হাওড়ার বেলুড়মঠ এর সমস্ত সন্ন্যাসীরা মিলি স্বামীজীর চিতায় আগুন দিল.

স্বামী বিবেকানন্দের কিছু মজাদার অনুপ্রেরণামূলক ঘটনা

ধ্যানে মগ্ন নরেনের একটি ঘটনা

ছোটবেলায় স্বামী বিবেকানন্দ (নরেন) শিবের খুবই ভক্ত ছিলেন, তাই তিনি প্রায়ই শিবের পূজা ও ধ্যান করতেন, হঠাৎ একদিন নরেন এক বটগাছের তলায় বন্ধুদের সাথে ধ্যান ধ্যান খেলছিলেন হঠাৎ ‌খেলতে খেলতে একটি সাব এসে পড়ে।

সাপের ফোঁস শুনে তার বন্ধুরা চোখ খোলে দেখে এবং প্রকাশ্য সাপ দেখে বন্ধুরা ভয়ে চিৎকার করে ছুটে পালিয়ে যায়, বন্ধুদের এই চিৎকারেও নরেনের ধ্যান ভাঙ্গে নি এবং নরেনের বন্ধুরা কিছুটা দূর থেকে নরেন কে ডাকাডাকি করতে লাগলো এতেও নরেনের ধ্যান ভাঙলো না, কিন্তু ধ্যানমগ্ন নরেনের মধ্যে উঠে আসার কোনোও প্রবণতা না দেখতে পেয়ে তারা সেখান থেকে চলে যায়।

কিছুক্ষন পর সাপটি‌ও নরেনকে কিছু না করে তার পাশ কাটিয়ে অদৃশ্য হয়ে যায়। পরে নরেন ধ্যানভঙ্গ হলে তার বন্ধুরা জিজ্ঞাসা করে আর নরিন বলে আমিতো তোদের ডাক শুনতে পাইনি|ধ্যানমগ্ন অবস্থায় তার মনে হচ্ছিল যে সে যেন এক অন্য জগতের বাসিন্দা হয়ে গিয়েছে.

স্বামীজী এবং চম্পক গাছ

ছোটোবেলায় নরেন তার এক বন্ধুর বাড়ির পাশে চম্পক বন্ধুদের নিয়ে খেলতো। চম্পক ফুলগুলি শিবের পছন্দ বলে বলা হয় এবং ঘটনাক্রমে স্বামীজিরও প্রিয় ছিল। এটি ছিল স্বামীজির প্রিয় গাছ এই গাছ নরেন মাথা নিচু করে দুলতো প্রায়,একদিন যখন সে গাছ থেকে দোল খাচ্ছিল, তখন বাড়ির বৃদ্ধ এবং প্রায় অন্ধ দাদা তার কণ্ঠস্বর চিনতে পেরে তার কাছে এলেন।

বৃদ্ধ ভয় পেয়েছিলেন যে ছেলেটি পড়ে গিয়ে নিজের ক্ষতি করতে পারে বা আরও খারাপ যে সে তার মূল্যবান কিছু চম্পাকা ফুল হারাবে! নরেন কে গাছ থেকে নামিয়ে বলল তুমি এই গাছে উঠ না, নরেন জিজ্ঞাসা করল কেন? বৃদ্ধ মানুষটি বলল এই গাছে ব্রহ্মদত্ত বাস করে এবং রাতে সে সাদা পোশাক পরে ঘুরে বেড়ায়,

এটা নরেনের কাছে খবর ছিল, নরেন জানতে চেয়েছিলেন এই ভূত ঘুরে বেড়ানো ছাড়া আর কী করতে পারে। বৃদ্ধ উত্তর দিলেন আর যারা গাছে উঠে তাদের ঘাড় ভেঙ্গে দেয়! নরেন কেবল মাথা নাড়িয়া কিছু বলিল না এবং বৃদ্ধ লোকটি ভয়ঙ্কর হাসি হাসিয়া চলে গেল।

নরেনের মনে কৌতুহল জাগতে লাগলো, এবং নরেন বাড়ি গিয়ে ভাবল সে আজ রাতে ওই চম্পক গাছে থাকবে সে দেখতে চাই ব্রহ্মদত্ত দেখতে কেমন আর সে কি করে| ব্রহ্মদত্ত কে দেখার জন্য রাত্রিবেলায় চুপ চাপ করে সেই গাছে গিয়ে উঠে বসে থাকে। কিন্তু ভোর হলে গেলে কোনো ব্রম্ভদত্তের দেখা পেল না|

অন্যদিক সকাল হতেই নরেনের বাড়িতে হইচই শুরু হয়ে যায়। বাড়ির লোকও পাড়ার লোক মিলে সবাই নরেন কে খুঁজতে শুরু করে, খুঁজিতে খুঁজিতে সেই গাছের কাছে পৌঁছায় সবাই এবং সেই বৃদ্ধ লোকটি ও আসে, এবং সকলে মিলে নরেন কে জিজ্ঞাসা করল যে রাতে কেন সে এসেছিল এই গাছে ?

তখন নরেন বলেন যে ব্রহ্মদত্ত দেখার জন্য সে এই গাছে অপেক্ষা করছিল, অথচ কাউকেই সে দেখতে পায়নি। ফলতঃ খেলার আর বাঁধা র‌ইল না। তার কথা শুনে বিস্ময়ে হতবুদ্ধ হয়ে যান সকলে।

নরেন্দ্রনাথ খুব সুন্দর গল্প করতে পারতেন । তার কথা এবং ব্যক্তিত্বের এমন আকর্ষণ ছিল যে, তিনি গল্প আরম্ভ করলে সবাই সব কাজ ভুলে তার কথাই শুনতেন। স্কুলের ক্লাসের শিক্ষক আস্তে দেরী হচ্ছে দেখে নরেন্ তার বন্ধুদের নিয়ে গল্প করছিল, গল্প এতো জমে যায় যে কিছুক্ষণ পরে ক্লাসে শিক্ষক এসে পড়ানো শুরু করে দেয়, কিন্তু গল্পে এত মগ্ন যে কেউ বুঝতে পারেনি, সবাই মন দিয়ে ধরনের কথা শুনছিল|কিছুক্ষণ পরে ফিসফিস শব্দ শুনে শিক্ষক ব্যাপারটা বুঝতে পারলেন।

এই ঘটনা দেখে শিক্ষক বিরক্ত হয়ে তিনি এক এক করে সবাইকে পরীক্ষা করলেন যে, তিনি যা কিছু পড়াচ্ছিলেন ছাত্ররা তা শুনেছে কিনা? কেউ শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পারল না। এরপর নরেন কে জিজ্ঞাসা করলে নরেন সব প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দেয়|

কারণ নরেনের মন ছিল দু-মুখো ছিল যখন শিক্ষক পড়াচ্ছিলেন তখন শুনছিলেন এবং বন্ধুদের গল্প শোনার ছিলেন| তাই শিক্ষক বাকিদের ক্লাসে দাঁড়িয়ে থাকতে বলল| সকলের সঙ্গে নরেন্ ও উঠে দাঁড়ালেন, তখন শিক্ষক বললেন তোমাকে দাঁড়াতে হবে না। নরেন্দ্র বললেন না আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমিই তো কথা বলছিলাম।সকলের সাথে তিনিও দাঁড়িয়ে রইলেন।এ ই দেখে শিক্ষক অবাক হয়ে গেলেন নরেনের সততা ও বুদ্ধি দেখে|

স্বামী বিবেকানন্দ পড়াশোনায় খুবই ভাল ছিলেন। স্বামী বিবেকানন্দের নতুন নতুন বই পড়ার খুব শখ ছিল| শিকাগোতে থাকাকালীন স্বামী বিবেকানন্দ সেখানকার এক লাইব্রেরীতে যেতেন ও প্রতিদিন একটি করে নতুন বই নিয়ে আসতেন ও তারপরের দিন ফিরিয়ে দিতেন|

এই দেখে লাইবেরিয়ার একটু সংকোচ বোধ করলেন, এবং লাইবেরিয়ার একদিন স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করলেন আপনি যখন বইগুলো পড়তে চান না তাহলে কেন নিয়ে যান? তখন স্বামী বিবেকানন্দ বললেন আমার এই বইগুলো পড়া হয়ে গিয়েছে, তখন লাইব্রেরিয়ান আরো বিরক্তি হলেন এবং বললেন এটা সম্ভব নয়|

তখন স্বামী বিবেকানন্দ বললেন আপনি এই বইগুলোর মধ্যে যেকোন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন আমাকে, এবং লাইব্রেরিয়ান বিরক্ত হয়ে তাকে কিছু প্রশ্ন করল এবং স্বামী বিবেকানন্দ সব প্রশ্নের সঠিক উত্তর দিল. এই দেখে লাইব্রেরিয়ান অবাক হয়ে গেলেন এইরকম মানুষ এর আগে কখনো দেখেনি সে.

মনীষীদের মন্তব্য স্বামী বিবেকানন্দের প্রতি

রবীন্দ্রনাথ ঠাকুর

নেতাজি সুভাষচন্দ্র বসু

মহাত্মা গান্ধী

শ্রী অরবিন্দ

চক্রবর্তী রাজ গোপালাচারী

জহরলাল নেহেরু

সর্বপল্লী রাধাকৃষ্ণ

আপনি স্বামী বিবেকানন্দের সম্পর্কে জানলেন ও শিখলেন| আপনি তার সততা বিশ্বাস আর স্বামী বিবেকানন্দ কত দয়ালু ছিলেন এইসবও জানলেন, স্বামী বিবেকানন্দ সত্তিকারের এক মহান ব্যাক্তি ছিলেন|যত নামকরা যায় তা কম হবে, স্বামী বিবেকানন্দ ভালবাশা শান্তি বাঁধিয়ে রাখা ও একে অপরের একসাথে মানিয়ে নেওয়া কথা সবসময় জোর দিয়েছেন|আর আমাদের দায়িত্ব আমরা সবসময় মনে রাখি আর এটা যত বেশি লোকেদের কাছে পৌঁছাব, এই মহান কথার সাথে এই আর্টিকেল এখানেই সমাপ্ত হল.

আশাকরি স্বামী বিবেকানন্দের জীবনী আপনাদের ভাল লেগেছে। সত্যি স্বামী বিবেকানন্দের এই মহান কর্ম বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণা. আমরা স্বামী বিবেকানন্দের জীবনী সম্পর্কে যা শিখেছি আমাদের জীবনে কাজে লাগিয়ে আমরা সফল হতে পারি। তাই সকল স্বামী বিবেকানন্দ প্রেমী মানুষদের জানাই যে আপনারা আপনাদের নিজের জীবনে খুব সফলতা অর্জন করুন ও জীবনে এগিয়ে যান  ধন্যবাদ ……….

স্বামী বিবেকানন্দের FAQ

[WPSM_AC id=278]

5 thoughts on “স্বামী বিবেকানন্দের জীবনী | Swami Vivekananda Biography in Bengali”

  • Pingback: নেতাজি সুভাষচন্দ্র বসু Biography in Bengali
  • Pingback: এ.পি.জে আবদুল কালাম - Biography in Bengali APJ
  • Pingback: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বায়োগ্রফি | ishwar chandra vidyasagar biography in bengali - bengalilipi
  • Pingback: শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বায়োগ্রাফি - Sri Ramakrishna Biography In Bengali

Leave a Comment Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

swami vivekananda biography book in bengali

  • শরীর-স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি

Logo

40 টি সেরা স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী । Swami Vivekananda’s Quotes In Bengali । 2023

স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী

স্বামী বিবেকানন্দের জীবনী ( Biography of Swami Vivekananda )

আজকে আমরা জ্ঞানী পুরুষ স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী সম্পর্কে আলোচনা করব, যার কথা আমরা শৈশব থেকে বইয়ের পাতায় পড়ে এসেছি। বাঙালির কাছে স্বামী বিবেকানন্দ একজন উজ্জ্বল নক্ষত্র। এই মহান জ্ঞানী মানুষের জন্য সমগ্র বিশ্ব গর্বিত।

স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন ১৮৬৩ সালে ১২ ই জানুয়ারি। তার আসল নাম ছিল নরেন্দ্র নাথ দত্ত। ছোটবেলায় সবাই তাকে বিলে বলে জানতো। শৈশব থেকে তিনি খুব চঞ্চল এবং মেধাবী প্রকৃতির বালক ছিলেন। উত্তর কলকাতায় একটি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাঁর পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং   মা ছিলেন ভুবনেশ্বরী দেবী।

Read more: 60 টি সেরা কাজী নজরুল ইসলামের উক্তি

কলকাতার মেট্রোপলিটান ইনস্টিটিউশনে তার স্কুল জীবনের শিক্ষা সম্পূর্ণ হয়। পড়াশুনোর প্রতি তার চিরকাল গভীর আগ্রহ ছিল এবং বলাই বাহুল্য তিনি একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ১৮৭৯ সালে ম্যাট্রিক পাস করেছিলেন স্বামী বিবেকানন্দ। ম্যাট্রিক পাশ করে তিনি প্রেসিডেন্সি কলেজে এবং তার পর স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন দর্শন নিয়ে পড়াশুনো করার জন্য। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তিনি প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। গীতা, বেদ, উপনিষদ ইত্যাদি বিষয়ে তার প্রচুর আগ্রহ ছিল। ধ্যান ধারণায় আগ্রহী ছিলেন এবং কেশব চন্দ্র সেনের নেতৃত্বে তিনি ব্রাহ্মসমাজ আন্দোলনে যোগদান করেন।

ভারতের বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা এবং বিভিন্ন মানুষের সঙ্গে মিশে তিনি নিজের এক নতুন রূপ গঠন করেন এবং নিজেকে তৈরি করেন মানুষের সেবার উদ্দেশ্যে। শহর শহর ঘুরে ঘুরে মানুষকে তিনি দেশের প্রেম, সংস্কৃতি এবং ধর্ম ইত্যাদি নিয়ে আলোচনা করতে থাকেন।

Read more: 60 টি সেরা বিখ্যাত ব্যক্তিদের উক্তি । famous people Quotes In Bengali । 2023

১৮৯৭ সালে ১ লা মে কলকাতায় প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ। তাঁর মূল আদর্শই ছিল সাধারন মানুষের সেবা করাই। তারপর স্বামী বিবেকানন্দ বেলুড়ে তৈরি করেন বেলুড় মঠ। যা আজও বিখ্যাত।

১৯০২ সালে ৪ ঠা জুলাই স্বামী বিবেকানন্দ দেহ ত্যাগ করেন। স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী আজও মানুষের অন্তরে প্রেরণা জাগায়।

Read more: 50 টি সেরা জীবন উপভোগ নিয়ে উক্তি । Enjoying Life Quotes In Bengali । 2023

Table of Contents

স্বামী বিবেকানন্দের সুন্দর বাণী । Beautiful quotes of Swami Vivekananda

Read more: 60 টি হুমায়ুন আহমেদের উক্তি (অনুপ্রেরণামূলক উক্তি)

1. “ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।”

2. “ইচ্ছা শক্তিই জগৎ কে পরিচালনা করে থাকে।”

3. “কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয় নি।”

Read more: শেখ সাদীর উক্তি ৩৫ টি বিখ্যাত উপদেশ বাণী

4. “যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।”

5. “সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে।”

Read more: 60 টি সেরা ভবিষ্যৎ নিয়ে উক্তি । Future Quotes In Bengali । 2023

স্বামী বিবেকানন্দের বিখ্যাত বাণী । Famous quotes of Swami Vivekananda

Read more: 40 টি সেরা যোগ্যতা নিয়ে উক্তি । Qualification Quotes

1. “এক দিনে বা এক বছরে সফলতার আশা কোরো না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো।”

2. “এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে, আর জগৎ তোমার জন্য কাঁদবে।”

3.  “শুধু বড়ো লোক হয়ো না…বড় মানুষ হও।”

Read more: ১০০ টি বেস্ট অনুপ্রেরণামূলক উক্তি ও স্ট্যাটাস

4. “ মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয়, আপনার মনের ভীতর অবস্থিত”

5. “ঘৃণার শক্তি অপেক্ষা…প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান।”

Read more: 80 টি বেস্ট শিক্ষামূলক উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে

স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বাণী । Inspirational quotes of Swami Vivekananda

1. “ নিজের উপর বিশ্বাস না এলে…ঈশ্বরের উপর বিশ্বাস আসে না।”

2. “ভারতের জননীই আদর্শ নারী । মাতৃভাবই আদর্শ ও শেষ কথা।”

Read more: 60 টি সেরা সম্মান নিয়ে উক্তি । Respect Quotes In Bengali । 2023

3. “শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ।”

4. “ইচ্ছা, অজ্ঞতা এবং বৈষম্য…এই তিনটিই হলো বন্ধনের ত্রিমূর্তি”

5. “চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না।”

Read more: 50 টি সেরা সততা নিয়ে উক্তি । Honesty Quotes In Bengali । 2023

স্বামী বিবেকানন্দের ইতিবাচক বাণী । Positive quotes of Swami Vivekananda

1. “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর”

2. “কাজ করো নির্ভীকভাবে। এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে।”

Read more: 50 টি সেরা কৃতজ্ঞতা নিয়ে উক্তি । Gratitude Quotes In Bengali । 2023

3. “সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক।”

4. “সবচেয়ে বড় ধর্ম হল নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস করুন”

5. “ধর্ম এমন একটি ভাব, যাহা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে।”

Q. স্বামী বিবেকানন্দ কবে ও কোথায় ধর্ম সম্মেলনে যোগ দেন?

A. স্বামী বিবেকানন্দ ১৮৯৩ খ্রিস্টাব্দে শিকাগোয় অনুষ্ঠিত বিশ্বধর্ম মহা সম্মেলনে ভারত এবং হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন। ১৮৯৩ খ্রিস্টাব্দের ১১-২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই মহা সম্মেলনটি ছিল বিশ্বের প্রথম ধর্মীয় মহাসম্মেলন। সমগ্র বিশ্ব থেকে প্রতিনিধিরা এই মহাসম্মেলনে যোগদান করেছিলেন।

Q. স্বামীজি কবে আমেরিকার কোথায় প্রথম বক্তৃতা দেন?

Leave A Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

  • Privacy Policy
  • Cookie Policy
  • Copy Rights (DMCA)
  • Terms and Conditions

We’re fighting to restore access to 500,000+ books in court this week. Join us!

Internet Archive Audio

swami vivekananda biography book in bengali

  • This Just In
  • Grateful Dead
  • Old Time Radio
  • 78 RPMs and Cylinder Recordings
  • Audio Books & Poetry
  • Computers, Technology and Science
  • Music, Arts & Culture
  • News & Public Affairs
  • Spirituality & Religion
  • Radio News Archive

swami vivekananda biography book in bengali

  • Flickr Commons
  • Occupy Wall Street Flickr
  • NASA Images
  • Solar System Collection
  • Ames Research Center

swami vivekananda biography book in bengali

  • All Software
  • Old School Emulation
  • MS-DOS Games
  • Historical Software
  • Classic PC Games
  • Software Library
  • Kodi Archive and Support File
  • Vintage Software
  • CD-ROM Software
  • CD-ROM Software Library
  • Software Sites
  • Tucows Software Library
  • Shareware CD-ROMs
  • Software Capsules Compilation
  • CD-ROM Images
  • ZX Spectrum
  • DOOM Level CD

swami vivekananda biography book in bengali

  • Smithsonian Libraries
  • FEDLINK (US)
  • Lincoln Collection
  • American Libraries
  • Canadian Libraries
  • Universal Library
  • Project Gutenberg
  • Children's Library
  • Biodiversity Heritage Library
  • Books by Language
  • Additional Collections

swami vivekananda biography book in bengali

  • Prelinger Archives
  • Democracy Now!
  • Occupy Wall Street
  • TV NSA Clip Library
  • Animation & Cartoons
  • Arts & Music
  • Computers & Technology
  • Cultural & Academic Films
  • Ephemeral Films
  • Sports Videos
  • Videogame Videos
  • Youth Media

Search the history of over 866 billion web pages on the Internet.

Mobile Apps

  • Wayback Machine (iOS)
  • Wayback Machine (Android)

Browser Extensions

Archive-it subscription.

  • Explore the Collections
  • Build Collections

Save Page Now

Capture a web page as it appears now for use as a trusted citation in the future.

Please enter a valid web address

  • Donate Donate icon An illustration of a heart shape

Bartman Bharat (বর্ত্তমান ভারত)

Bookreader item preview, share or embed this item, flag this item for.

  • Graphic Violence
  • Explicit Sexual Content
  • Hate Speech
  • Misinformation/Disinformation
  • Marketing/Phishing/Advertising
  • Misleading/Inaccurate/Missing Metadata

Creative Commons License

plus-circle Add Review comment Reviews

6,917 Views

3 Favorites

DOWNLOAD OPTIONS

For users with print-disabilities

IN COLLECTIONS

Uploaded by Bengali Archiver on November 8, 2015

SIMILAR ITEMS (based on metadata)

swami vivekananda biography book in bengali

  • Religion & Spirituality
  • Religious Studies

swami vivekananda biography book in bengali

Sorry, there was a problem.

Kindle app logo image

Download the free Kindle app and start reading Kindle books instantly on your smartphone, tablet or computer – no Kindle device required .

Read instantly on your browser with Kindle for Web.

Using your mobile phone camera, scan the code below and download the Kindle app.

QR code to download the Kindle App

Image Unavailable

Swami Vivekananda: The Complete Biography

  • To view this video download Flash Player

swami vivekananda biography book in bengali

Follow the author

Sri Ananda

Swami Vivekananda: The Complete Biography Hardcover – 19 March 2022

Save extra with 3 offers.

  • Free Delivery

7 days Replacement

  • Amazon Delivered
  • Pay on Delivery
  • Secure transaction
Replacement Reason Replacement Period Replacement Policy
Physical Damage,
Wrong and Missing Item,
Defective
7 days from delivery Replacement

Replacement Instructions

swami vivekananda biography book in bengali

Purchase options and add-ons

  • Print length 1638 pages
  • Language English
  • Publisher Atlantic Publishers and Distributors (P) Ltd
  • Publication date 19 March 2022
  • Dimensions 24.5 x 19 x 9 cm
  • ISBN-10 8126933992
  • ISBN-13 978-8126933990
  • See all details

Customers who viewed this item also viewed

The Complete Book of Yoga: Karma Yoga, Bhakti Yoga, Raja Yoga, Jnana Yoga

From the brand

BOOKS

MULTI VOL. SETs

International Economics

From the Publisher

Swami vivekananda: the complete biography (multi vol sets-4) by sri ananda.

Swami Vivekananda: The Complete Biography (MULTI VOL SETS-4)

  • The book in four volumes is a comprehensive biography of Swami Vivekananda, the great philosopher of the East, incorporating information from most authentic sources.
  • The book chronologically describes all the events in the life of Vivekananda right from his birth to demise of the great soul along with a brief history of his family background.
  • The book includes almost all the lectures delivered by Vivekananda in America, Europe, and India; and consequent reports appeared in several newspapers, reactions and repercussions, quotations and statements from several articles written by those who had an opportunity of associating with the great philosopher and having a chance to interact with him.
  • The book describes Vivekananda's activities, following each of his footsteps throughout the journey of his life. The first volume contains all the events of Vivekananda's life before his first visit to the West.
  • The second volume discusses his first visit to the West. The third volume incorporates all the events of Vivekananda's life after his return from the first visit to the West.
  • The fourth volume describes Vivekananda's second and last visit to the West and his life thereafter. It also contains the details of demise of this great personality of India.

Swami Vivekananda: The Complete Biography (MULTI VOL SETS-4)

Customer Reviews
Price ₹1,063.001,063.00 ₹881.00881.00 ₹1,129.001,129.00 ₹887.00887.00

Product description

About the author, product details.

  • Publisher ‏ : ‎ Atlantic Publishers and Distributors (P) Ltd (19 March 2022); Atlantic Publishers and Distributors (P) Ltd
  • Language ‏ : ‎ English
  • Hardcover ‏ : ‎ 1638 pages
  • ISBN-10 ‏ : ‎ 8126933992
  • ISBN-13 ‏ : ‎ 978-8126933990
  • Item Weight ‏ : ‎ 3 kg 100 g
  • Dimensions ‏ : ‎ 24.5 x 19 x 9 cm
  • Country of Origin ‏ : ‎ India
  • Importer ‏ : ‎ Atlantic Publishers and Distributors (P) Ltd
  • Packer ‏ : ‎ Atlantic Publishers and Distributors (P) Ltd
  • Generic Name ‏ : ‎ 3.11
  • #1,543 in Theology & Philosophy of Religion

About the author

Discover more of the author’s books, see similar authors, read author blogs and more

Customer reviews

5 star 0%
4 star 0%
3 star 0%
2 star 0%
1 star 0%

No customer reviews

  • Press Releases
  • Amazon Science
  • Sell on Amazon
  • Sell under Amazon Accelerator
  • Protect and Build Your Brand
  • Amazon Global Selling
  • Become an Affiliate
  • Fulfilment by Amazon
  • Advertise Your Products
  • Amazon Pay on Merchants
  • COVID-19 and Amazon
  • Your Account
  • Returns Centre
  • Recalls and Product Safety Alerts
  • 100% Purchase Protection
  • Amazon App Download
 
  • Conditions of Use & Sale
  • Privacy Notice
  • Interest-Based Ads

swami vivekananda biography book in bengali

Book Store, Vivekananda Jnanapeeth

Your shopping cart is empty!

Ami Vivekananda Bolchi (Swami Vivekananda on Himself)

Ami Vivekananda Bolchi (Swami Vivekananda on Himself)

PublisherNirmal Book Agency SahityamBookAmi Vivekananda BolchiNumber of Pages383AuthorSankarLanguage..

Amrita Sandhaner Katha

Amrita Sandhaner Katha

Spiritual conversations with Swami Bhuteshananda, the 12 President of the Ramakrishna Order. Also co..

Amritarup Sri Ramakrishna

Amritarup Sri Ramakrishna

A collection of articles on Sri Ramakrishna. The author, after years of research, makes available to..

Ayahi: Various aspects of Worship of Mother Durga (Bengali)

Ayahi: Various aspects of Worship of Mother Durga (Bengali)

 collection of twelve lucid articles on Durga Puja.BINDING PaperbackPUBLISHER Ramakrishna Sarad..

Bahurupe Swami Vivekananda

Bahurupe Swami Vivekananda

A collection of thirty-two articles, the majority of which are on Swami Vivekananda.AUTHOR/BY Swami ..

Bhabbar Katha (Bengali) by Swami Vivekananda

Bhabbar Katha (Bengali) by Swami Vivekananda

Paperback: 56 pagesPublisher: Udbodhan Office..

Bhagavad Gita by Swami Jagadiswarananda (Bengali)

Bhagavad Gita by Swami Jagadiswarananda (Bengali)

Translated by Swami Jagadiswarananda & edited by Swami Jagadananda..

Bhakti Yoga (Bengali) [Paperback] by Swami Vivekananda

Bhakti Yoga (Bengali) [Paperback] by Swami Vivekananda

Love in its varied aspects is the motive force behind all the actions of living beings. But love tak..

Bharate Vivekananda (Bengali) {Paperback} by Swami Vivekananda

Bharate Vivekananda (Bengali) {Paperback} by Swami Vivekananda

After his memorable work in the West, Swami Vivekananda landed in Colombo on 15 January 1897. During..

Devloke (Bengali)

Devloke (Bengali)

Author: Swami ApurvanandaPublisher: Ramakrishna Mission, GolparkISBN: 81-85843-46-5Paperback | 300 g..

Dharma Prasange Swami Brahmananda (Bengali)

Dharma Prasange Swami Brahmananda (Bengali)

Author: Swami Brahmananda Publisher: Udbodhan Office Kolkata Binding: Paperback..

Dhyan (Bengali)

Dhyan (Bengali)

AUTHOR/BY Swami DhyananandaPUBLISHER Udbodhan Karyalaya, KolkataLANGUAGE BengaliBINDING Paperback..

Dhyan O Adhyatmik Jivan

Dhyan O Adhyatmik Jivan

Author: Swami YatiswaranandaPublisher: Udbodhan Karyalaya, KolkataHardbound | 685 pages'Be bold and ..

Dhyan O Maner Shakti (Bengali)

Dhyan O Maner Shakti (Bengali)

Author: Swami VivekanandaLanguage: BengaliPublisher: Udbodhan Office KolkataPaegs: 59ISBN: 978818040..

Eso Manush Hao (Bengali)

Eso Manush Hao (Bengali)

Author: Swami VivekanandaPublisher: Udbodhan Karyalaya, KolkataISBN: 81-8040-155-3Paperback | 100 gm..

Hindu Dharma (Bengali)

Hindu Dharma (Bengali)

A collection of five lectures on Hinduism by Swami Vivekananda. The Hindu writes: 'There cannot be a..

Jnana Yoga (Bengali) [Paperback] by Swami Vivekananda

Jnana Yoga (Bengali) [Paperback] by Swami Vivekananda

In the pages of this book one comes across a brilliant exposition of the philosophy of Vedanta and i..

Jnanayog Prasangae (Bengali)

Jnanayog Prasangae (Bengali)

Author: Swami Vivekananda Publisher: Udbodhan Office Kolkata Pages: 115 Binding: Pape..

Joesephine MacLeod

Joesephine MacLeod

Joesephine MacLeod' presents the reminiscences, conversations, letters, and autobiographical notes o..

Granthagara

Free Online Bengali Library

স্বামী বিবেকানন্দ | Swami Vivekananda

Swami Vivekananda by Annapurna Devi - অন্নপূর্ণা দেবী

লেখকের অন্যান্য বই

  • গল্প সমগ্র [খণ্ড-২]

সম্পর্কিত বই

  • রাসেলাস [সংস্করণ-৪]
  • ঠাকুরের নামামৃত
  • ডাক্তার বিধান রায়ের জীবন-চরিত
  • সত্তর বৎসর আত্মজীবনী
  • সঙ্গীত ও সংস্কৃতি ভারতীয় সঙ্গীতের ইতিহাস [সংস্করণ-১]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

  • Issue: * Copyright Infringement Spam Invalid Contents Broken Links
  • Your Name: *
  • Your Email: *

1 thought on “Swami Vivekananda”

Leave a comment cancel reply.

Save my name, email, and website in this browser for the next time I comment.

Bangla eBooks pdf

Collect bengali story books, swami vivekananda- the biography ebook by manadashankar dasgupta, swami vivekananda- the biography ebook by manadashankar dasgupta pdf.

ebook name- Swami Vivekananda Author- Manadashankar Dasgupta Type of book- Biography File format- PDF Pages- 609 File size- 16mb Quality- good, without any watermark

Swami Vivekananda by Manadashankar Dasgupta ebook

Collect the book pdf or Read it online The biography ebook pdf Swami Vivekananda

Share this:

One thought on “ swami vivekananda- the biography ebook by manadashankar dasgupta ”.

Excellent contribution. Just cooool 🙂

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Notify me of follow-up comments by email.

Notify me of new posts by email.

  • শিক্ষার খবর
  • ব্যবসার আইডিয়া
  • Advertise With Us
  • Contact With Us
  • Privacy Policy

Logo

Table of Contents

  • স্বামী বিবেকানন্দ জীবনী
প্রকৃত নাম: নরেন্দ্রনাথ দত্ত
জন্ম: ১২ই জানুয়ারি, ১৮৬৩ সাল
জন্মস্থান: কলকাতা
পিতার নাম: বিশ্বনাথ দত্ত
মাতার নাম: ভুবনেশ্বরী দেবী
আধ‍্যাত্মিক গুরুর নাম: শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব
ধর্ম: হিন্দু
উপাধি: স্বামীজি
উল্লেখযোগ্য শিষ্যা: ভগিনী নিবেদিতা
জাতীয়তা:ভারতীয়
মৃত্যু: ৪ঠা জুলাই, ১৯০২ সাল
মৃত্যুস্থান: বেলুড় মঠ, হাওড়া

দেশবাসী যখন দারিদ্র্যপীড়িত, পরাধীনতার অন্ধকারে দিশাহারা ,শিক্ষিত শ্রেণী পরানুকরণে মত্ত, ব্যক্তিত্ব দাসসুলভ দুর্বলতায় অপসৃত, ধর্ম কুসংস্কার ও অস্পৃশ্যতার রাহুগ্রাসে নিষ্পিষ্ট ঠিক সেই সময় মহান পুরুষ স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন মানবধর্মের বাণী দিয়ে। মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর ইত্যাদি সকল ধর্মবর্ণের মানুষকে তিনি একই রক্তের বন্ধনে বাঁধতে চেয়েছিলেন। তাঁর আদর্শ ও অমৃত স্বরূপ বাণী,জাতির নিস্তরঙ্গ জীবনে এনেছিল দুর্বার যৌবন -তরঙ্গ যা জাতিকে উজ্জীবিত করেছিল নবজীবনের অগ্নিমন্ত্রে। আজ আমরা এই মহান আত্মার জীবনী সম্পর্কে জানবো। তার আগে একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে জরুরি তথ্যগুলি!

বিবেকানন্দের ছেলেবেলা:

১৮৬৩ সালের ১২ জানুয়ারি উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দ জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী। স্বামী বিবেকানন্দের ঠাকুরদার নাম হল দূরপ্রসাদ দত্ত ও তিনি একজন সন্ন্যাসী ছিলেন যে কারণে তিনি বেশিরভাগ সময় ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে বেরিয়ে পড়তেন।

স্বামী বিবেকানন্দের পিতা শ্রী বিশ্বনাথ দত্ত কলকাতা উচ্চ আদালতের একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন তাঁর মাতা সংসারের সমস্ত কাজকর্ম সামলাতেন ও নিয়মিত পূজা পাঠ করার সাথে সাথে রামায়ণ, মহাভারত শাস্ত্রপাঠ করতেন। স্বামী বিবেকানন্দ ছোট বেলা থেকে তাঁর নয় জন ভাই বোনের সাথে বেড়ে উঠে। তাদের মধ্যে এক ভাই পরবর্তীকালে স্বামীজীর সাথে সন্ন্যাস জীবনে সঙ্গী হন।স্বামী বিবেকানন্দের পিতৃপ্রদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ কিন্তু তাঁকে ছোটবেলায় নরেন বা বিলে নামে বেশি ডাক হতো।ছোটবেলায় নরেন ছিল খুব জেদি ও দুরন্ত মনের বালক ছিল তিনি যা মনে করতেন তাই করতেন।

স্বামী বিবেকানন্দের শিক্ষাবস্থা:

নরেনের প্রথম শিক্ষা তাঁর মা এর কাছে থেকে শুরু হই। তার মা তাকে সর্বপ্রথম বাংলা এবং ইংরেজি ভাষার বর্ণমালা গুলির শিক্ষা দিয়েছেন। এছাড়া তাঁর মা তাকে রমায়ান এবং মহাভারতের বিভিন্ন গল্প শুনতেন যা নরেন খুবই মনোযোগ সহকারে শুনতেন! এরপর নরেন যখন আট বছর বয়সের হয় তখন তাঁর মাতাপিতা তাকে লেখাপড়া করিয়ে একজন বড় মানুষ করতে চেয়েছিলেন যা স্বাভাবিক সেই কারণে ১৮৭৭ সালের নরেনকে প্রাথমিক শিক্ষার জন্য বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি করা হয়। সেখানে তিনি তাঁর প্রাথমিক পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। কিন্তু ১৮৭৭ সালে তাঁর পিতার চাকরির কারণে নরেনসহ পুরো পরিবার ছত্তিসগড় রাজ্যের রায়পুর শহরে সাময়িককালের জন্য চলে যান।১৮৭৯ সালে নরেনের পরিবারে আবার কলকাতায় ফিরে আসে, তখন নরেনের বয়স হয়েছিল ১৬ বছর, কলকাতায় এসে নরেন আবার তার পড়াশোনা শুরু করার জন্য সেই সময়ে কলকাতার সবথেকে বিখ্যাত কলেজ প্রেসিডেন্সি কলেজ প্রবেশিকা পরীক্ষা দেন এবং তিনি সেই পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয় এমনকি তিনি সেই বছর প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া একমাত্র ছাত্র ছিলেন! তাঁর পড়াশোনার প্রতি ভালোবাসা ও মেধার নিদর্শন ভালোমত পাওয়া যায় এই ঘটনাতে। তাঁর এই ভালোবাসা তাঁকে দর্শন, ধর্ম, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, সাহিত্য, বেদ, উপনিষদ, ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ এবং অন্যান্য বিষয়গুলিরও এক মহান জ্ঞানী করে তুলেছিল। শুধু পড়াশোনাই নয়, অন্যান্য বিষয়েও তাঁর জুড়ি মেলা ভার। নরেন্দ্রনাথ আমাদের ভারতীয় সংস্কৃতির সংগীতের ক্ষেত্রে শাস্ত্রীয় সংগীতের গভীর প্রশিক্ষণও পেয়েছিলেন। তিনি কেবল শিক্ষার ক্ষেত্রে আগ্রহী নন, তিনি নিয়মিত শারীরিক অনুশীলন ও খেলাধুলায়ও অংশ নিতেন।

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে নরেনের সাক্ষাৎ:

ছাত্রাবস্থায় নরেন্দ্রনাথ দর্শনশাস্ত্রে প্রগাঢ় পাণ্ডিত্য অর্জন করেন যার ফলে তিনি প্রথমে সংশয়বাদী হয়েছে উঠেছিলেন। ঈশ্বর জ্ঞানের জন্য তিনি ব্রাহ্মসমাজে যাতায়াত শুরু করেছিলেন কিন্তু তাঁর ঈশ্বর জিজ্ঞাসার কোনো সদুত্তর তিনি তখনও পর্যন্ত পাননি। এ রকম মানসিক অবস্থায় তিনি লাভ করলেন “যত মত তত পথে” এর প্রবক্তা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্য লাভ। প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি ধর্মমূলক গান গাইবার জন্য ডাক পড়েছিল নরেন্দ্রনাথের আর সেখানেই হয়েছিল তাঁর রামকৃষ্ণ দেবের সাথে প্রথম সাক্ষাৎ। প্রথম দর্শনেই অভিভূত হয়ে পড়েছিলেন নরেন্দ্রনাথ। ঠাকুরের কাছ থেকে দক্ষিণেশ্বরে আসার আমন্ত্রণ পেলেন নরেন্দ্রনাথ এবং সেই আকর্ষণ ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল । সেই সময় পিতার আকস্মিক মৃত্যু ও চরম অর্থসংকট নরেন্দ্রনাথের পরিবারে চরম বিপর্যয় হেনেছিল। রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে এসে তাঁর সমস্ত সংশয় দূরীভূত হয়েছিল। এক দিন শুভ লগ্নে তিনি শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে সন্ন্যাস ব্রতের দীক্ষা নিলেন। নরেন্দ্রনাথের সন্ন্যাসজীবনের নাম হল ‘স্বামী বিবেকানন্দ’। শ্রী রামকৃষ্ণের মহাপ্রয়াণের পর স্বামীজি পরিব্রাজক হয়ে সমগ্র ভারতে ঘুরতে লাগলেন। জাতি -ধর্ম -নির্বিশেষে সকলের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে তিনি ভারতের প্রকৃত রূপের সন্ধান পেলেন। ভারতের অগণিত মানুষের সীমাহীন দারিদ্র্য তাঁর মনকে ব্যথিত করল। ধীরে ধীরে স্বামীজি ও রামকৃষ্ণ দেবের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো গাঢ় হতে থাকে।

রামকৃষ্ণ পমমহংসদেবের মৃত্যু ও স্বামীজির সঙ্গে তাঁর বিচ্ছেদ:

স্বামীজি তাঁর গুরুর একদম শেষ দিন পর্যন্ত সেবা করেছিলেন। ১৮৮৫ সালে যখন রামকৃষ্ণ পরমহংসদেব ক্যান্সার রোগে আক্রান্ত হন, সে সময় স্বামী যে তাঁর গুরুর সেবায় দিনরাত অতিবাহিত করেছিলেন। অবশেষে ১৮৮৬ সালের ১৬ই আগস্ট রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যু ঘটে এবং স্বামীজি সহ তাঁর আরো ১২ জন শিষ্য মিলে কলকাতার বরাহনগরে রামকৃষ্ণ মঠ স্থাপন করে তাঁরই স্মরণে এবং সেই মঠে গুরুর কাছ থেকে শেখা সমস্ত আধ্যাত্মিক সাধনাগুলির অনুশীলন করতে থাকেন। তখন থেকে নরেনের নাম হল ‘বিবেকানন্দ’। তিনি ভারত ভ্রমণে বের হলেন। পরিক্রমা করলেন হিমালয় হতে কন্যাকুমারিকা। সুপ্ত ভারত উঠলো জেগে। নবজীবনের জাগরণ মন্ত্রের প্রভাবে নবজাগরণের সৃষ্টি হল। শুধু ভারতই নয়, বরং বিদেশযাত্রাও করেন ‘বিবেকানন্দ’!

i) ভারতভ্রমণে বিবেকানন্দ:

ভারত পথিক বিবেকানন্দ ভারত পর্যটনে বেরিয়ে পরিক্রমা করলেন হিমালয় থেকে কন্যাকুমারিকা। মিশলেন হিন্দু, মুসলমান, চন্ডাল, দরিদ্র, অজ্ঞ, সাধারণ মানুষের সঙ্গে।অনুভব করলেন নির্যাতিত মানুষের হৃদয়ের যন্ত্রণা ব্যথিত হলেন শত শত যুগের সামাজিক ও ধর্মীয় অত্যাচারে বিনষ্ট-মনুষ্যত্ব ভারতীয়দের জন্য। তাঁর অগ্নিগর্ভ বাণীতে স্পন্দিত হলো আ -কুমারিকা হিমাচল। জেগে উঠল শক্তি মগ্ন ভারত। ভবিষ্যৎ ভারতের স্বপ্নদ্রষ্টা ,অনাগত দিনের পথপ্রদর্শক, ভারত পথিক বিবেকানন্দ শোনালেন নবজীবনের জাগরণ মন্ত্র।

ii) আমেরিকা সফরে বিবেকানন্দ:

১৮৯৩ খ্রিষ্টাব্দ ছিল ইতিহাসের এক স্মরণীয় দিন। আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলন অনুষ্ঠিত হবার সংবাদ পেলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু সেখানে তিনি ছিলেন অনাহূত; তা সত্ত্বেও কিছু ভক্তের অনুরোধে তিনি আমেরিকার পথে পাড়ি দিলেন বেদান্ত ধর্মপ্রচারের মহৎ উদ্দেশ্য কে সঙ্গে নিয়ে। গৈরিক শিরভূষণ, গৈরিক পরিধান ও সন্ন্যাসীর বেশে বিবেকানন্দ এসে পৌঁছালেন শিকাগো শহরে। কিন্তু প্রবেশের ছাড়পত্র তাঁর ছিল না কিন্তু শেষ পর্যন্ত মহৎ হৃদয় আমেরিকাবাসীর সহায়তায় তিনি কিছু সময়ের জন্য বক্তৃতা দেওয়ার অনুমতি নিয়ে ধর্মসভায় প্রবেশ করলেন।মঞ্চে উঠে শ্রোতাবর্গকে আত্মীয়তার উষ্ণ আবেগে সম্বোধন করলেন,”আমেরিকাবাসী ভাই ও বোনেরা”। মুহূর্তে উচ্ছ্বসিত করতালির ধ্বনিতে অভিনন্দিত হলেন প্রাচ্যের এই বীর সন্ন্যাসী। তিনি উদাত্ত কণ্ঠে শোনালেন, কোনো মানুষেরই ধর্ম পরিবর্তন করার প্রয়োজন নেই। আধ্যাত্মিকতা, পবিত্রতা -কোনো ধর্মসম্প্রদায়ের একচেটিয়া নয়। তিনি বললেন সামঞ্জস্য ও শান্তির কথা, প্রশংসা- মুখর শ্রোতামণ্ডলীরা হলেন অভিভূত। এরপর স্বামীজি আমেরিকা ও ইংল্যান্ডের নানা স্থানে বেদান্ত দর্শন ব্যাখ্যা করে বেড়াতে লাগলেন। অনেকেই তাঁর শিষ্যত্ব গ্রহণ করলেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মার্গারেট নোবেল; ভারতের মাটিতে এসে যিনি হয়েছিলেন,’ভগিনী নিবেদিতা’! ১৮৯৬ খ্রিষ্টাব্দে স্বামী বিবেকানন্দ স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন।

স্বামী বিবেকানন্দের যুবসমাজ রচনা:

স্বদেশে ফিরেও বিবেকানন্দ ক্লান্তিহীন কর্মী। বিবিধ সাংগঠনিক কাজে তিনি ডুবে গেলেন। পরমুখাপেক্ষী, পরাণুকরণ-প্রিয় ভীরু ভারতবাসীকে নবজীবনের আদর্শে অনুপ্রাণিত ও আত্মশক্তিতে বলীয়ান করার ব্রত নিয়ে গড়ে তুললেন এক দল আদর্শ সন্ন্যাসী। তাঁরা স্বামীজির বাণী বিগ্রহ হয়ে ছড়িয়ে পড়লেন দিকে দিকে। ১৮৯৭ খ্রিষ্টাব্দে বিবেকানন্দ প্রতিষ্ঠা করলেন মানবসেবার অন্যতম প্রতিষ্ঠান,’রামকৃষ্ণ মিশন’। ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে উঠল তাঁর পরিকল্পিত ব্রহ্মচর্যাশ্রম। ১৮৯৯ খ্রিষ্টাব্দে বিবেকানন্দ তাঁর নিরলস পরিশ্রমে গঙ্গার পশ্চিম তীরে প্রতিষ্ঠিত করলেন নবযুগের অন্যতম পুণ্য পীঠস্থান ‘বেলুড় মঠ’। ১৯০০ খ্রিস্টাব্দে প্যারিসে বিশ্বেধর্ম সম্মেলনে যোগদান করার জন্য তাঁর কাছে আমন্ত্রণ আসায় তিনি পাড়ি দিলেন ইউরোপের পথে।বিশ্ববাসীকে মুগ্ধ করলেন তাঁর বৈপ্লবিক চিন্তা ভাবনায়।হিন্দুধর্মের অন্তর্নিহিত সত্য বাণী প্রচারের কাজে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। পরবর্তীকালে তিনি স্বদেশে ফিরলেন তবে অত্যধিক পরিশ্রমের ফলে তাঁর স্বাস্থ্য ভঙ্গুর হয়ে উঠেছিল।

বিবেকানন্দের সাহিত্যে অবদান:

শুধু কর্মের জগতেই নয় সাহিত্য সাধনার পুষ্টিবিধানের ক্ষেত্রেও তিনি ছিলেন নতুন যুগের বাণীবাহক। তাঁর, ‘পরিব্রাজক’, ‘ভাববার কথা’, ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ , ‘বর্তমান ভারত’ এর মতো বিভিন্ন প্রবন্ধ আর অজস্র চিঠিপত্রে তাঁর সেই অমোঘ বাণী মুদ্রিত হয়ে আছে। তিনি অনায়াস স্বাচ্ছন্দে বেশির ভাগই চলিত বাংলা গদ্য লিখতেন। তাঁর গদ্য ভাষা থেকে যেন আগুনের স্ফুলিঙ্গের বিচ্ছুরণ হতো। প্রকাশভঙ্গী ,সাবলীলতা ও বক্তব্যের বলিষ্ঠতায় তাঁর প্রতিটি গদ্য রচনা স্বাতন্ত্র্যে চিহ্নিত ।তাঁর বহু রচনা ইংরেজি ভাষায় রচিত ।

মহাপ্রয়াণ:

১৯০২ খ্রিস্টাব্দের ৪ঠা জুলাই এই মহানতপস্বী হলেন সমাধিমগ্ন। সমস্ত শিষ্যদের বলেছিলেন তাঁকে বিরক্ত না করতে! সেই সমাধি আর ভাঙল না। মাত্র ঊনচল্লিশ বছর বয়সেই এই মহাজীবনের ঘটল মহাপ্রয়াণ।

বিবেকানন্দ গৈরিক বসনধারী সন্ন্যাসী হলেও তিনি বাস্তবধর্মী প্রেমিক পুরুষ ছিলেন। নিজেকে সমাজতন্ত্রবাদী বলে দৃপ্ত কন্ঠে ঘোষণা করতেন। সাহিত্যেও তাঁর অসাধারণ দখল ছিল। মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করাকে স্বামী বিবেকানন্দ অধিক গুরুত্ব দিতেন। হিন্দু ধর্মের পুনরুদ্ধার, পুনরুজ্জীবন, সমাজ সংস্কার এবং মানব সেবার জন্য তিনি ভারতবাসীর কাছে অমর হয়ে থাকবেন ।

  • Swami Vivekananda Biography
  • স্বামী বিবেকানন্দ রচনা

LEAVE A REPLY Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

গতানুগতিক পড়াশোনা না করে, কলেজের গণ্ডি না পেরিয়েই আজ বাংলার এই মেয়ে IAS! জানুন তাঁর কাহিনী।

রেলের wi-fi ব্যবহার করে একজন সাধারণ কুলি থেকে ias, জেনে নিন ias শ্রীনাথের জীবন কাহিনী।, ইঞ্জিনিয়ারিং ছেড়ে সফল ias অফিসার, কিভাবে পড়লে স্বপ্ন সফল হবে জানালেন অফিসার আরুশি শর্মা।, most popular, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে শুরু হলো স্নাতকে ভর্তির প্রক্রিয়া, জেনে নিন সমস্ত খুঁটিনাটি।, sail অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। জানুন বিস্তারিত।, মেয়েদের জন্য আয় করার 6 উপায় তাও আবার ঘরে বসেই, জেনে নিন ঝটপট।, আইআইটি খড়গপুরে কর্মখালী, জানুন বিস্তারিত।, 4 টি উপায় যার মাধ্যমে কলেজ পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি বাড়িতে বসেই অর্থ উপার্জনের দিশা পাবেন, গ্রামে থেকে ব্যবসা করার 6টি লাভজনক উপায়, করুন এই ব্যবসাগুলি আর পান প্রচুর অর্থলাভ.

Disclaimer: "𝐄𝐱𝐚𝐦𝟑𝟔𝟓 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥𝐢 "𝐢𝐬 𝐧𝐨𝐭 𝐚 𝐫𝐞𝐜𝐫𝐮𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐚𝐠𝐞𝐧𝐜𝐲 𝐚𝐧𝐝 𝐧𝐨 𝐫𝐞𝐜𝐫𝐮𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐢𝐬 𝐝𝐨𝐧𝐞 𝐛𝐲 𝐮𝐬. So before applying for any job, please read the official site notification and Verify twice. Remember it doesn't cost money to get a government job. So don't bribe anyone. If someone demands a bribe for a govt job, You must inform the police about this.👮 Business ideas/Income Ideas are for educational purposes only. We do not guarantee their effectiveness or success. We encourage you to conduct thorough research and seek professional advice before starting any business venture.

Logo

Swami Vivekananda Books | A List of 28 Best Books

Are you looking for Swami Vivekananda Books? In this article, I list 28 books which are must-reads to understand the thoughts, ideals and philosophies of Swamiji.

Swami Vivekananda was an Indian Hindu monk, public speaker , Vedanta philosopher and Yoga practitioner. He was the chief disciple of Sri Ramakrishna Paramahamsa.

He is best remembered as the founder of the Ramakrishna Mission and the Ramakrishna Math .

His speech at the Parliament of the World’s Religions in Chicago in 1893 brought him International fame. It introduced the concept and philosophy to the Western World.

Named Narendra Nath Datta at birth by his aristocratic Bengali parents in Calcutta, he is considered a patriotic saint for propagating the message of Vedanta in the west through hundreds of speeches and lectures.

His works are still read by millions of followers even today. Some of his other books are Sangeet Kalpataru, Karma Yoga, and Lectures from Colombo to Almora, Raja Yoga and Vedanta Philosophy: An address before the Graduate Philosophical Society.

Best Books by Swami Vivekananda

Table of Contents

1. complete works of swami vivekananda (9 vols.), 2. raja-yoga (1896), 3. karma yoga: the yoga of action (1896), 4. meditation and its methods, 5. jnana-yoga (1899), 6. teachings of swami vivekananda, 7. swami vivekananda on himself, 8. vedanta: voice of freedom, 9. lectures from colombo to almora, 10. lectures on bhagavad gita, 11. inspired talks by swami vivekananda, 12. letters of swami vivekananda, 13. my india: the india eternal, 14. powers of the mind, 15. chicago addresses, 16. my master, 17. essentials of hinduism, 18. living at the source, 19. my idea of education, 20. work and its secret, 21. steps to realisation, 22. to the youth of india, 23. pearls of wisdom, 24. women of india, 25. life after death, 26. the east and the west, 27. religion of love, 28. pathways to joy: the master vivekananda on the four yoga paths to god.

Complete Works of Swami Vivekananda

Complete Works of Swami Vivekananda (9 vols.) is an exhaustive collection of Swami Vivekananda’s speeches and works.

It brings together his thoughts on Vedanta, philosophy, and human consciousness. His teachings in these volumes convey the core meaning of Vedanta philosophy in an easy-to-understand way.

Swami Vivekananda (complete 8 volume set in English)

This book, as the title suggests, is a book by Swami Vivekananda on Raja Yoga . It contains, for the most part, his interpretation of Patanjali’s Yoga Sutras.

This book was written keeping his Western audience and reader in mind.

The book begins with a brief introduction to Yoga. It explains various techniques for practising basic Yoga exercises like Prânâyâma, Pratyâhâra, Dhyâna, Samâdhi etc.

The book also provides insights into developing concentration and the powers of practising Yoga.

Raja-Yoga or Conquering the Internal Nature

Karma Yoga: The Yoga of Action is a book of lectures by Swami Vivekananda, as transcribed by Joseph Josiah Goodwin.

The main subject of the book is Karma (Work) and Karma Yoga (The Yoga of Action). Vivekananda uses the concept of Karma as described in the Bhagavad Gita to explain his philosophy.

The final message is that work is worship and a path to enlightenment.

Karma Yoga: The Yoga Of Action

Meditation and Its Methods is divided into two sections:

  • Meditation according to Yoga and
  • Meditation according to Vedanta.

Vivekananda’s views on meditation are sprinkled throughout his “Complete Works”. These various views, thoughts, opinions, and lectures are compiled to make this book.

Jnana Yoga

Jnana Yoga or The Yoga of Knowledge is a book of lectures by Swami Vivekananda as transcribed by Joseph Josiah Goodwin. These lectures were delivered mostly in New York.

In this book, Vivekananda explains the knowledge of the Vedas, Upanishads, and the Bhagavad Gita in a scientific manner.

According to him, knowledge is the ultimate goal. It is only knowledge which can give us freedom from Maya or illusion.

The book also touches upon other important Hindu philosophies like the atman , cosmos, immortality etc.

Jnana-Yoga , along with Karma-Yoga , Bhakti-Yoga , and Raja-Yoga , is a classic book on Hindu philosophy.

Jnana Yoga (Pb)

Teachings of Swami Vivekananda comprises a choice collection of his speeches, quotes, and teachings. These are categorised into 44 suitable sections.

This is a perfect book for a beginner reader looking to start Vivekananda’s books.

It is suitable for those who cannot make the time to go through his voluminous writings.

Teachings of Swami Vivekananda

This book is a biography of Swami Vivekananda written in an autobiographical manner. It was first published in 1963.

The publishers have picked up excerpts from his various books and written them in the first-person voice.

The life and different incidents of Swami Vivekananda’s life have been documented in this book.

Swami Vivekananda on Himself

Vedanta: Voice of Freedom presents the spiritual wisdom of India as it has evolved over five thousand years. It does so in a clear, easy and concise form.

The book is a compilation of Vivekananda’s ideas on the subject of Vedanta. The ideas have been sourced from his various speeches and books.

Vedanta: Voice of Freedom

After visiting the West, Vivekananda reached Colombo on 15 January 1897.

From there he proceeded to India and was received as a hero. He went around the country making speeches to thousands of people who were eager to hear him.

Lectures from Colombo to Almora is a collection of many of those speeches.

Lectures from Colombo to Almora

This book would be useful to people who are trying to understand the Gita.

“Lectures on the Bhagavad Gita” is an anthology of Vivekananda’s writings, opinions and comments on the sacred Hindu text.

The Bhagavad Gita was a lifelong companion of Swami Vivekananda and he used to carry one wherever he went.

All these lectures were delivered in 1900 and were recorded by Ida Ansell in shorthand.

Bhagavad Gita As Viewed by Swami Vivekananda

In 1895, Vivekananda conducted a series of private lectures to groups of selected disciples. These lectures were recorded by one of the disciples, Sara Ellen Waldo (who was later known as Haridasi ).

Inspired Talks by Swami Vivekananda was first published in 1909 by The Ramakrishna Mission .

Inspired Talks

Letters of Swami Vivekananda is a close look at the personality and spirit of Swami Vivekananda as seen through his letters.

In this book, the reader gets a picture of Vivekananda that is untouched by any biographer.

The letters have been arranged in chronological order for the benefit of the reader. The letters show the plan of his work and the means he wanted to adopt for the fulfilment of his mission.

In the end, the book also has notes on the persons who are mentioned in these letters.

Letters of Swami Vivekananda

My India: The India Eternal talks about India’s past, its present and Vivekananda’s vision for its future.

Swami Vivekananda talks about the duties of India’s youth and the path they must follow to make India a great nation.

The book also includes his comments on education and religion.

MY INDIA THE INDIA ETERNAL

This is a booklet but packs more information than other volumes written on the subject of mind.

It is a lecture delivered by Swami Vivekananda in Los Angeles on January 8 th , 1900.

Powers of The Mind talks about the infinite possibilities and powers hidden within the human mind. It also explains how the powers of the mind can be unlocked using Yoga.

Powers of the Mind + Work and its Secret + Vivekananda: His Call to the Nation + Thoughts of Power

Swami Vivekananda attained global fame because of his speech at the World Parliament of Religions in Chicago in 1893.

Chicago Addresses contains those lectures delivered by him.

Through these speeches, Swamiji wished to impart the teachings of Vedanta to the world. The core theme of his lecture was – brotherhood and universal acceptance.

Chicago Addresses

While in the West, Swami Vivekananda mostly talked about and preached the beauties of Vedanta. But on two occasions – in New York and England – he talked about his Guru, Sri Ramakrishna Paramhamsa .

My Master contains both those lectures in which Swamiji discusses his Master’s life right from his birth in 1836 to his evolution from Gadadhar Chattopadhyay (Pre-monastic name of Ramakrishna) to Ramakrishna Paramhamsa .

My Master

This book is a detailed account of Hinduism.

It begins by describing the word ‘Hindu’ and goes on to discuss the various schools of thought in Hinduism.

It stresses upon the Vedanta Philosophy and the Advaita system. The book also talks about the various Hindu scriptures, Smritis and sects in Hinduism.

Swami Vivekananda discusses other deeper topics like the theory of creation, law of karma, aatma, mukti , idol worship, guru , divine incarnations and much more.

Essentials of Hinduism

This book has many inspirational messages which have been selected from the various writings, speeches and teachings of Swami Vivekananda.

The book is ideal for people seeking to live a spiritual life but are busy with their everyday material life.

Living at the source: Yoga teachings of Vivekananda

Swami Vivekananda had many insightful and deep thoughts on education – a subject very close to his heart.

In My Idea of Education, he writes about the philosophy of education, the relationship between society and education, and The Teacher.

Swamiji presents some brilliant ideas on educating the masses and women – concepts which were far ahead of their times in India.

Swamiji also writes about the importance of practical experience, mother tongue and concentration.

The book ends with one of the main goals of a good education – Character Building.

My Idea of Education|| Swami Vivekananda||Advaita Ashrama

Work and Its Secret is based on the speech by Swami Vivekananda in Los Angeles, California on January 4th, 1900.

In it, Swamiji talks about giving equal importance to both the means and the end while doing work.

He emphasises that the major reason for failure is a lack of attention while doing work.

Swamiji draws upon the lessons of the Bhagavad Gita to emphasise this point.

Work and Its Secret

Steps to Realisation explains the secrets of self-realisation.

The book begins by explaining the concept of organs – the external organs i.e., eyes, nose, and mouth are mentioned as instruments and internal organs i.e., brain, and heart are considered as organs.

Swami Vivekananda explains the importance of shutting down the instruments to activate the organs –

“So in order to control the mind, we must first be able to control these organs. To restrain the mind from wandering outward or inward, and keep the organs in their respective centres” .

Other important concepts like Shama, Dama, Uparati, Titikshâ, Shraddhâ, Samâdhâna , and Mumukshutva which lead to self-realisation are also explained.

Steps to Realisation: The secrets of self-realization.

To the Youth of India is a collection of some of the rousing and inspiring lectures that Swami Vivekananda delivered to vast audiences in India and Sri Lanka after his rise to fame.

It has some of the best messages that can be given to the youth of India.

This book is recommended for all young minds and should be definitely read by girls and boys alike.

To the Youth of India

The content of this book is derived from “Complete Works of Swami Vivekananda” .

Pearls of Wisdom is a collection of all the quotes and thoughts by Swamiji, grouped into different themes like love, knowledge, leader etc.

These quotes have inspired many people over the years and will surely inspire many others in the future.

Pearls of Wisdom

Women of India is based on the lecture delivered by Swami Vivekananda at the Shakespeare Club House, in Pasadena, California, on January 18, 1900.

The content is focused on the position of women in Indian society.

Swamiji touches upon the glory and stature of Indian women and tries to clear some of the misunderstandings that Westerners might have about Indian women –

“Now, the ideal woman in India is the mother, the mother first, and the mother last.”

Swamiji also narrates the difference between the concept of women in the East and the West.

Women of India

Perhaps no other subject has haunted the human mind, right from the hoary past, with such unerring consistency as the one regarding life and death.

Is man mortal or immortal? What is reincarnation? What happens when a man dies?

Every man is forced to ask these questions at some juncture in his life.

Life after Death by Swami Vivekananda provides brief but clear answers to these fundamental questions.

Life After Death : None Has Power To Destroy The Unchangable

In The East and the West , Swami Vivekananda makes a comparative study of Eastern and Western cultures.

The book is divided into six chapters – Customs, Food and Cooking, Civilisation in Dress, Etiquette and Manners, France — Paris and Progress in Civilisation.

The East and the West

Religion of Love is based on a lecture delivered by Swami Vivekananda in London on November 16, 1895.

Swamiji classifies love into 5 types –

  • Shânta , a common, peaceful love, with such thoughts as those of fatherhood and help
  • Dâsya , the ideal of service
  • Vâtsalya , God as mother or child.
  • Sakhya , God as a friend.
  • Madhura , sweetest love, the love of husband and wife.

Pathways to Joy

Pathways to Joy is a collection of 108 of the best teachings of Swami Vivekananda on Vedanta Philosophy.

Swamiji illustrates the four classical yoga paths – Karma, Bhakti, Raja and Jnana .

The messages focus on the oneness of existence; the divinity of the soul; the truth in all religions; and unifying with the Divine within.

Invaluable and inspiring, the selections also explore karma, maya, rebirth, and other great revelations of Hinduism.

Pathways to Joy: The Master Vivekananda on the Four Yoga Paths to God

Categorized in:

About the Author

Father to Ahaana. Husband to Mayuri. Co-founder at bookGeeks. Engineer at BMM.

Check latest articles from this author:

Bhutan’s drukyul’s literature & arts festival to be back this august, spiritual novels: 7 best spiritual fiction books, related articles, kozhikode becomes india’s first unesco ‘city of literature’, latest indian novels 2024: discover india’s latest literary treasures.

Bengali ebook pdf

Collect free bengali book in pdf, swami vivekananda.

swami vivekananda biography book in bengali

The Complete Works Of Swami Vivekananda Vol – 4 PDF

swami vivekananda biography book in bengali

Complete Works of Swami Vivekananda Vol-5 By Swami Pavitran

swami vivekananda biography book in bengali

Swami Vivekananda Biographical Story by Annapurna Devi

swami vivekananda biography book in bengali

Swami Vivekanander Bani O Rachana Published by Swami Gyanananda

swami vivekananda biography book in bengali

Amar Bharat Amor Bharat by Swami Vivekananda PDF

swami vivekananda biography book in bengali

Swami Vivekananda BharatChetana O Pashchatya by Sushil Kumar Rudra

swami vivekananda biography book in bengali

The Complete Vol. 1 (Chicago Speech, Karma Yoga, Saral Raj Yoga, Raj Yoga) Holly Book of Swami Vivekananda as PDF Now Get Here

স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download

highlight

Swami Vivekananda Paragraph in Bengali, বিবেকানন্দের আবির্ভাব বাঙালি জীবনে এনেছিল এক নতুন অনুপ্রেরণা। সর্বত্যাগী সন্ন্যাসী হয়েও তিনি শুধু নিজের জন্য মোক্ষ লাভের সাধনা করেননি , মানবজাতির সেবাই ছিল তাঁর আদর্শ।সন্ন্যাসী হয়েও তিনি বলেছিলেন , "জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর"। তাঁর ধর্মসাধনার মূল কথা ছিল, মানবমুক্তির সাধনা। স্বদেশবাসীকে তিনি গভীর মমতাভরে ভালোবেসেছিলেন। স্বামী বিবেকানন্দের সংক্ষিপ্ত জীবনী পিডিএফ

দেশবাসী যখন দারিদ্র্যপীড়িত, পরাধীনতার অন্ধকারে দিশাহারা ,শিক্ষিত শ্রেণী পরানুকরণে মত্ত, ব্যক্তিত্ব দাসসুলভ দুর্বলতায় অপসৃত, ধর্ম কুসংস্কার ও অস্পৃশ্যতার রাহুগ্রাসে নিষ্পিষ্ট ঠিক সেই সময় বিবেকানন্দ ভারতবর্ষকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন মানবধর্মের বাণী দিয়ে। মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি ,মেথর সবাইকে তিনি একই রক্তের বন্ধনে বাঁধতে চেয়েছিলেন। তাঁর আদর্শ ও অমৃত স্বরূপ বাণী,জাতির নিস্তরঙ্গ জীবনে এনেছিল দুর্বার যৌবন -তরঙ্গ যা জাতিকে উজ্জীবিত করেছিল নবজীবনের অগ্নিমন্ত্রে।

  • জন্ম ও বংশ পরিচয় | স্বামী বিবেকানন্দের ছেলেবেলা

১৮৬৩ খ্রিস্টাব্দের ১২ ই জানুয়ারি উত্তর কলকাতার সিমলাপাড়ার বিখ্যাত দত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন নবজাগৃতির অন্যতম প্রাণপুরুষ ও ভারত পথিক স্বামী বিবেকানন্দ ।পিতা বিশ্বনাথ   দত্ত ছিলেন হাইকোর্টের লব্ধপ্রতিষ্ঠিত বিখ্যাত অ্যাটর্নি। মাতা ভুবনেশ্বরী  দেবী ছিলেন ধর্মপ্রাণা  মহিলা। 'বীরেশ্বর '  ছিল বিবেকানন্দের মাতৃদত্ত   নাম, ডাকনাম ছিল 'বিলে'।

swami vivekananda biography book in bengali

VU and Idiosys | খ্যাতনামা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও স্বনামধন্য Idiosys সংস্থার যৌথ প্রয়াস! পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্বাক্ষরিত হলো মউ!

swami vivekananda biography book in bengali

Euro Cup 2024 । চতুর্থবার ইউরো কাপের খেতাব জয় করল স্প্যানিশ আর্মাডা! ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে ২০২৪ ইউরো কাপ জয় স্পেনের!

swami vivekananda biography book in bengali

Jagannath Temple । দু'টি কুঠুরিতে ঠাসা সোনা-হীরে-রূপো! জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারে কী কী রত্ন রয়েছে?

swami vivekananda biography book in bengali

Puri Jagannath Temple | ৪৬ বছর পর খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার! সোনাদানা পরিমাপ করার জন্য এসেছেন RBI আধিকারিকও!

swami vivekananda biography book in bengali

স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar

swami vivekananda biography book in bengali

২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo

আরও পড়ুন :  আজকের রাজনৈতিক খবর

swami vivekananda biography book in bengali

  • শৈশব ও শিক্ষাজীবন

শৈশবে বীরেশ্বর ছিলেন দুরন্ত এবং সাহসী। সব বিষয়েই ছিল তাঁর জানার অদম্য কৌতূহল এবং একাগ্রতা।তাছাড়া তাঁর সবকিছুই যাচাই করে নেওয়ার এক আশ্চর্য মানসিকতা ছিল । তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং প্রখর বুদ্ধির অধিকারী । ছোটবেলা থেকেই মাঝে মাঝে ধ্যানস্থ হয়ে পড়তেন তিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত  উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন যেখানে তিনি নরেন্দ্রনাথ নামেই পরিচিতি লাভ করেছিলেন।  

১৮৭৭ খ্রিষ্টাব্দে তাঁর  পরিবার কিছুদিনের জন্য রায়পুরে চলে আসেন। তার আগে অবধি  তিনি এই বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। ১৮৭৯ খ্রিষ্টাব্দে দত্ত পরিবার আবার কলকাতায় ফিরে আসেন। নরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।  এরপর জেনারেল অ্যাসেম্বলি কলেজ বর্তমানে  যা স্কটিশচার্চ কলেজ হিসেবে খ্যাত  , সেখানে দর্শনশাস্ত্র নিয়ে পড়ার সময় তিনি পাশ্চাত্য দর্শন ও যুক্তিবিদ্যা এবং ইউরোপীয় ইতিহাস নিয়ে ও অধ্যয়ন করেছিলেন।

১৮৮১ খ্রিষ্টাব্দে চারুকলা পরীক্ষায় নরেন্দ্রনাথ সফলভাবে  উত্তীর্ণ হন। ১৮৮৪ খ্রিষ্টাব্দে স্নাতক ডিগ্রি প্রাপ্ত করেছিলেন। ছোটবেলা থেকেই তাঁর বই পড়ার এক অদম্য নেশা ছিল ;  দর্শন, ধর্ম, ইতিহাস, সমাজবিজ্ঞান, শিল্পকলা ও সাহিত্য বিষয়ে বই পড়তে তাঁর খুব ভালো লাগত।এ ছাড়াও তিনি বেদ, উপনিষদ্‌, ভগবদগীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতি হিন্দুধর্ম সম্বন্ধীয় রচনা পঠন পাঠনে তাঁর আগ্রহ বিশেষভাবে লক্ষণীয় ছিল। মধুর কণ্ঠের অধিকারী নরেন্দ্রনাথের সঙ্গীত, খেলাধুলো ,বক্তৃতায়  ছিল  সুগভীর আগ্রহ। শরীরচর্চার প্রতিও তাঁর অনুশীলন নিষ্ঠা শিক্ষণীয় । তিনি হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে তালিম  ও নিয়েছিলেন কিছুদিন।

আরও পড়ুন : Inspirational stories in bengali

  • ঈশ্বর জিজ্ঞাসা ও শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভ

ছাত্রাবস্থায় নরেন্দ্রনাথ দর্শনশাস্ত্রে প্রগাঢ় পাণ্ডিত্য   অর্জন করেন  যার ফলে তিনি প্রথমে সংশয়বাদী হয়েছে উঠেছিলেন । ঈশ্বর জ্ঞানের জন্য তিনি ব্রাহ্মসমাজে যাতায়াত শুরু করেছিলেন কিন্তু তাঁর ঈশ্বর জিজ্ঞাসার কোনো সদুত্তর তিনি তখনও পর্যন্ত পাননি। এ রকম মানসিক অবস্থায় তিনি লাভ করলেন "যত মত তত পথে" এর প্রবক্তা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সান্নিধ্য লাভ। 

প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি ধর্মমূলক গান গাইবার জন্য ডাক পড়েছিল নরেন্দ্রনাথের আর সেখানেই হয়েছিল তাঁর রামকৃষ্ণ দেবের সাথে প্রথম সাক্ষাত্। প্রথম দর্শনেই অভিভূত হয়ে পড়েছিলেন নরেন্দ্রনাথ। ঠাকুরের কাছ থেকে দক্ষিণেশ্বরে আসার আমন্ত্রণ পেলেন নরেন্দ্রনাথ এবং সেই আকর্ষণ ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল । সেই সময় পিতার আকস্মিক মৃত্যু ও চরম অর্থসংকট নরেন্দ্রনাথের পরিবারে চরম বিপর্যয় হেনেছিল।

রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে এসে তাঁর সমস্ত সংশয় দূরীভূত হয়েছিল। এক দিন শুভ লগ্নে তিনি শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে সন্ন্যাস ব্রতের দীক্ষা নিলেন। নরেন্দ্রনাথের সন্ন্যাসজীবনের নাম হল 'স্বামী বিবেকানন্দ'। শ্রী রামকৃষ্ণের মহাপ্রয়াণের পর স্বামীজি পরিব্রাজক হয়ে সমগ্র ভারতে ঘুরতে লাগলেন। জাতি -ধর্ম -নির্বিশেষে সকলের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে তিনি ভারতের প্রকৃত রূপের সন্ধান পেলেন। ভারতের অগণিত মানুষের সীমাহীন দারিদ্র্য তাঁর মনকে ব্যথিত করল।

আরও পড়ুন : WB Matirkatha Scheme 

  • ভারত পর্যটনে বিবেকানন্দ

swami vivekananda biography book in bengali

ভারত পথিক বিবেকানন্দ ভারত পর্যটনে বেরিয়ে পরিক্রমা করলেন হিমালয় থেকে কন্যাকুমারিকা। মিশলেন হিন্দু, মুসলমান, চন্ডাল, দরিদ্র, অজ্ঞ, সাধারণ মানুষের সঙ্গে।অনুভব করলেন নির্যাতিত মানুষের হৃদয়ের যন্ত্রণা ব্যথিত হলেন শত শত যুগের সামাজিক ও ধর্মীয়  অত্যাচারে বিনষ্ট-মনুষ্যত্ব  ভারতীয়দের জন্য। তাঁর অগ্নিগর্ভ বাণীতে স্পন্দিত হলো আ -কুমারিকা হিমাচল। জেগে উঠল শক্তি মগ্ন ভারত। ভবিষ্যৎ ভারতের স্বপ্নদ্রষ্টা  ,অনাগত দিনের পথপ্রদর্শক, ভারত পথিক বিবেকানন্দ শোনালেন নবজীবনের জাগরণ মন্ত্র।         

  • শিক্ষক  বিশ্বধর্মসভায় বিবেকানন্দ | স্বামী বিবেকানন্দের মানবতাবাদ

১৮৯৩ খ্রিষ্টাব্দ ছিল ইতিহাসের এক স্মরণীয় দিন। আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলন অনুষ্ঠিত হবার সংবাদ পেলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু সেখানে তিনি ছিলেন অনাহূত; তা সত্ত্বেও কিছু ভক্তের অনুরোধে তিনি আমেরিকার পথে পাড়ি দিলেন বেদান্ত ধর্মপ্রচারের মহৎ উদ্দেশ্য কে সঙ্গে নিয়ে।গৈরিক শিরভূষণ,গৈরিক পরিধান ও সন্ন্যাসীর বেশে বিবেকানন্দ এসে পৌঁছালেন শিকাগো শহরে।

কিন্তু প্রবেশের ছাড়পত্র তাঁর ছিল না কিন্তু শেষ পর্যন্ত মহৎ হৃদয় আমেরিকাবাসীর সহায়তায় তিনি কিছু সময়ের জন্য বক্তৃতা দেওয়ার অনুমতি নিয়ে ধর্মসভায় প্রবেশ করলেন।মঞ্চে উঠে শ্রোতাবর্গকে আত্মীয়তার উষ্ণ আবেগে সম্বোধন করলেন,"আমেরিকাবাসী ভাই ও বোনেরা"। মুহূর্তে উচ্ছ্বসিত করতালির ধ্বনিতে অভিনন্দিত হলেন প্রাচ্যের এই বীর সন্ন্যাসী।তিনি উদাত্ত কণ্ঠে শোনালেন ,কোনো মানুষেরই ধর্ম পরিবর্তন করার প্রয়োজন নেই। 

আরও পড়ুন :  আজকের সেরা খবর

swami vivekananda biography book in bengali

আধ্যাত্মিকতা, পবিত্রতা -কোনো ধর্মসম্প্রদায়ের একচেটিয়া নয়। তিনি বললেন সামঞ্জস্য ও শান্তির কথা, প্রশংসা- মুখর শ্রোতামণ্ডলীরা হলেন অভিভূত।এরপর স্বামীজি আমেরিকা ও ইংল্যান্ডের নানা স্থানে বেদান্ত দর্শন ব্যাখ্যা করে বেড়াতে লাগলেন। অনেকেই তাঁর শিষ্যত্ব গ্রহণ করলেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মার্গারেট নোবেল; ভারতের মাটিতে এসে যিনি হয়েছিলেন,'ভগিনী নিবেদিতা '।   ১৮৯৬ খ্রিষ্টাব্দে স্বামী বিবেকানন্দ স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন ।

  • সংগঠক বিবেকানন্দ | স্বামী বিবেকানন্দ ও যুব সমাজ রচনা

স্বদেশে ফিরেও বিবেকানন্দ ক্লান্তিহীন কর্মী। বিবিধ সাংগঠনিক কাজে তিনি ডুবে গেলেন। পরমুখাপেক্ষী, পরাণুকরণ-প্রিয় ভীরু ভারতবাসীকে নবজীবনের আদর্শে অনুপ্রাণিত ও আত্মশক্তিতে বলীয়ান করার ব্রত নিয়ে গড়ে তুললেন এক দল আদর্শ সন্ন্যাসী। তাঁরা স্বামীজির বাণী বিগ্রহ হয়ে ছড়িয়ে পড়লেন দিকে দিকে।

১৮৯৭ খ্রিষ্টাব্দে বিবেকানন্দ প্রতিষ্ঠা করলেন মানবসেবার অন্যতম প্রতিষ্ঠান, 'রামকৃষ্ণ মিশন'। ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে উঠল তাঁর পরিকল্পিত ব্রহ্মচর্যাশ্রম। ১৮৯৯ খ্রিষ্টাব্দে বিবেকানন্দ তাঁর নিরলস পরিশ্রমে গঙ্গার পশ্চিম তীরে প্রতিষ্ঠিত করলেন নবযুগের অন্যতম পুণ্য পীঠস্থান 'বেলুড় মঠ'।

১৯০০ খ্রিস্টাব্দে প্যারিসে বিশ্বেধর্ম সম্মেলনে যোগদান করার জন্য তাঁর  কাছে আমন্ত্রণ আসায় তিনি পাড়ি দিলেন ইউরোপের পথে।বিশ্ববাসীকে মুগ্ধ করলেন তাঁর বৈপ্লবিক চিন্তা ভাবনায়।হিন্দুধর্মের অন্তর্নিহিত সত্য বাণী প্রচারের কাজে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। পরবর্তীকালে তিনি স্বদেশে ফিরলেন তবে অত্যধিক পরিশ্রমের ফলে তাঁর স্বাস্থ্য ভঙ্গুর হয়ে উঠেছিল।

১৯০২ খ্রিস্টাব্দের ৪ঠা জুলাই এই মহা তাপস  হলেন সমাধিমগ্ন ।সেই সমাধি আর ভাঙল না। মাত্র ঊনচল্লিশ বছর বয়সেই এই মহাজীবনের ঘটল মহাপ্রয়াণ।

আরও পড়ুন : Health tips in bangla

  • সাহিত্যকীর্তি

শুধু কর্মের জগতেই নয় সাহিত্য সাধনার পুষ্টিবিধানের ক্ষেত্রেও তিনি ছিলেন নতুন যুগের বাণীবাহক। তাঁর, 'পরিব্রাজক', 'ভাববার কথা', 'প্রাচ্য ও পাশ্চাত্য' , 'বর্তমান ভারত' এর মতো বিভিন্ন প্রবন্ধ আর অজস্র চিঠিপত্রে তাঁর  সেই অমোঘ বাণী মুদ্রিত হয়ে আছে। তিনি অনায়াস স্বাচ্ছন্দে বেশির ভাগই চলিত বাংলা গদ্য লিখতেন। তাঁর গদ্য ভাষা থেকে যেন আগুনের স্ফুলিঙ্গের বিচ্ছুরণ হতো। প্রকাশভঙ্গী ,সাবলীলতা ও বক্তব্যের বলিষ্ঠতায় তাঁর প্রতিটি গদ্য রচনা স্বাতন্ত্র্যে চিহ্নিত ।তাঁর বহু রচনা ইংরেজি ভাষায় রচিত । 

  • স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম

বৈদান্তিক  সন্ন্যাসী হয়েও স্বামীজি সংসার পলাতক ছিলেন না। 'যত্র জীব,তত্র শিব'- এই মহাবাণী দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনি সারাজীবন স্বদেশের ও স্বদেশীয় দুর্গত মানুষের কল্যাণ ভাবনাতেই ব্যয় করেছেন। তিনি ছিলেন আধুনিক ভারতের ভাগীরথ ;ছিলেন নবযুগের চালক। তমসাচ্ছন্ন আদর্শভ্রষ্ট জাতিকে অভিশাপমুক্ত করতেই তাঁর পুণ্য আবির্ভাব।

swami vivekananda biography book in bengali

তিনি ধর্মান্ধ জাতিকে দৃপ্তকণ্ঠে বলেছিলেন ,দরিদ্র নিপীড়িত আর্ত মানুষের সেবাই হলো ঈশ্বর সাধনা; অসহায় মানুষই আমাদের  প্রকৃত  ঈশ্বর। এক বলিষ্ঠ ভারত গঠনই ছিল তাঁর স্বপ্ন ,তাঁর ব্রত।প্রত্যক্ষ রাজনীতিতে যোগ না দিলেও তাঁর প্রেরণায় সেদিন হাজার হাজার ভারতীয় যুবক যে দেশপ্রেমের দীক্ষা নিয়েছিলেন পরবর্তীকালে দেশ জননীর মুক্তির জন্য তারা যে আত্মত্যাগের ব্রত গ্রহণ করেছিলেন, তার পিছনে স্বামীজির প্রেরণা কাজ করেছিল ।

শ্রী অরবিন্দ ,নেতাজি সুভাষ প্রমুখ কালজয়ী প্রবুদ্ধ মহাপুরুষ স্বামীজির মন্ত্রে উদ্বুদ্ধ হয়েছিলেন -এ কথা ঐতিহাসিক সত্য। যথার্থই, স্বামীজি ছিলেন ভারত আত্মার জ্যোতির্ময় বিগ্রহ; ছিলেন নবযুগের প্রাণপুরুষ ।তাঁর জীবনবেদ আজও আমাদের প্রেরণার উৎস।

  • সম্ভাব্য প্রশ্নাবলি ( Frequently Asked Questions )

প্রশ্নোত্তর - Frequently Asked Questions

স্বামী বিবেকানন্দ কত সালে ,কোথায় জন্মগ্রহণ করেছিলেন.

১৮৬৩ খ্রিস্টাব্দের ১২ ই জানুয়ারি উত্তর কলকাতার সিমলাপাড়ার বিখ্যাত দত্ত পরিবারে নরেন্দ্রনাথ ওরফে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন ।

স্বামী বিবেকানন্দের পিতা ও মাতার নাম কী ছিল ?

পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী

নরেন্দ্রনাথ ছোটবেলায় কোন স্কুলে ভর্তি হয়েছিলেন?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুলে নরেন্দ্রনাথ ভর্তি হয়েছিলেন ।

স্বামী বিবেকানন্দ কোন কলেজে দর্শনশাস্ত্র নিয়ে অধ্যয়ন করেছিলেন ?

জেনারেল অ্যাসেম্বলি কলেজ বর্তমানে যা স্কটিশচার্চ কলেজ নামে খ্যাত ,সেখানে দর্শনশাস্ত্র নিয়ে স্বামীজি অধ্যয়ন করেছিলেন ।

স্বামীজি কত খ্রিষ্টাব্দে প্যারিস বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন ?

১৯০০ খ্রিস্টাব্দে প্যারিসে বিশ্বেধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ যোগদান করেন।

স্বামী বিবেকানন্দ কার কাছে সন্ন্যাস ব্রতের দীক্ষা গ্রহণ করেছিলেন?

শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে স্বামী বিবেকানন্দ সন্ন্যাস ব্রতের দীক্ষা নিয়েছিলেন।

কত খ্রিষ্টাব্দের স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ ঘটে?

১৯০২ খ্রিস্টাব্দের ৪ঠা জুলাই

  • জীবন ও জীবনী
  • স্বামী বিবেকানন্দ

Contents ( Show )

  • প্রশ্নোত্তর ( Frequently Asked Questions )

পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

Track Latest Bengali Updates Daily on Bengalbyte.in and get news from Bangladesh, West Bengal and around the world.

Follow bengalbyte on pinterest

Jul 14, 2024

8 books by Swami Vivekananda that are filled with immense wisdom

Books by swami vivekananda ji.

Swami Vivekananda was, and still remains one of the greatest spiritual leaders of India. He brought the rich history of Hindu philosophy to the global platform, and changed many lives through his teachings. Here we list some of his best, most insightful books.

​‘Raja Yoga’

Counted as one his seminal works, ‘Raja Yoga’ is like a practical, more accessible approach to the ancient yogic practice. The book explains the principles of Patanjali’s Yoga Sutras and advice on how to control the mind and achieve spiritual enlightenment.

Bharatiya-Kala-Prakashan

‘Karma Yoga’

In ‘Karma Yoga’, Swami Vivekananda talks about the concept of selfless action and the path of work as a means to spirituality. He explains how performing one’s duties without attachment to the results can lead to spiritual growth and liberation.

Advaita-Ashrama-India

​‘Meditation and its Methods’

‘Meditation and its Methods’ is like a guide to the practice of meditation as taught by Swami Vivekananda. The book has many techniques and insights on meditation from his lectures and writings.

Nesma-Books-India

‘Jnana Yoga’

‘Jnana Yoga’, as evident by the name, talks about focusing on the path of knowledge and wisdom. Swami Vivekananda presents the teachings of Advaita Vedanta, and looks at the nature of the self, the universe, and the ultimate reality.

​‘Vedanta: Voice of Freedom’

Swami Vivekananda’s ‘Vedanta: Voice of Freedom’ is a collection of his speeches and writings on Vedanta philosophy. It contains his vision of Vedanta as a universal philosophy that will solve and take care of the spiritual needs of modern humanity.

Advaita-Ashrama

You may also like

‘my idea of education’.

In ‘My Idea of Education’, Swami Vivekananda shares his thoughts on the role of education in shaping society. He puts a strong point for an education system that focuses on character building, moral values, and spiritual awareness along with academics.

‘Powers of the Mind’

‘Powers of the Mind’ is a compilation of Swami Vivekananda’s teachings on the mental powers that are present in every human being. He talks about the potential of the mind and how it can be channelled in the right direction through concentration, meditation, and willpower.

advaita-ashrama

‘Pearls of Wisdom’

This book is a collection of Swami Vivekananda’s inspirational quotes and sayings. From advice about life’s worries, to spirituality, development, and the likes, it has an answer for it all.

Ramakrishna-Mission-Institute-of-Culture

Thanks For Reading!

Next: 10 iconic lines from the poems of Ramdhari Singh ‘Dinkar’

swami vivekananda biography book in bengali

45,000+ students realised their study abroad dream with us. Take the first step today

Meet top uk universities from the comfort of your home, here’s your new year gift, one app for all your, study abroad needs, start your journey, track your progress, grow with the community and so much more.

swami vivekananda biography book in bengali

Verification Code

An OTP has been sent to your registered mobile no. Please verify

swami vivekananda biography book in bengali

Thanks for your comment !

Our team will review it before it's shown to our readers.

Leverage Edu

  • General Knowledge /

Sister Nivedita: Biography, Role & More

' src=

  • Updated on  
  • Jul 15, 2024

Margaret Elizabeth Noble, sister nivedita

Margaret Elizabeth Noble was a teacher, social reformer and an Indian nationalist, who worked tirelessly for the upliftment of women’s education in India. Sister Nivedita was a disciple of Swami Vivekananda and was famous for her philanthropic works and also as a beloved teacher. She also played an important role in the Indian independence movement and backed the effort. Read more about Sister Nivedita alias Margaret Elizabeth Noble in this blog.

swami vivekananda biography book in bengali

Table of Contents

  • 1 Sister Nivedita Biography
  • 2.1 The Kolkata Plaque
  • 3 Books by Sister Nivedita
Margaret Elizabeth Noble
28 October, 1867
Tyrone, Ireland
Sister Nivedita
Social Reformer
Teacher
Writer
Swami Vivekananda
1911 in Darjeeling aged 43

Sister Nivedita Biography

Margaret Noble was born in Tyrone, Ireland, on October 28, 1867, and came from Irish ancestry. 

  • Her father, Samuel Noble, served as a priest in an Irish Church, and her mother, Mary Noble, was a young kindhearted woman.
  • She used to frequently accompany her grandfather and father to the homes of the poor, offering her assistance. Margaret had a remarkable capacity for empathy.
  • This led to growing dissatisfaction with the practices of the existing orthodox religion, causing her to suffer from doubt and uncertainty. 
  • She became an ardent supporter and disciple of Swami Vivekananda after she met in the year 1895.
  • It was during this period that Swami Vivekananda arrived in London, spreading his message of Vedanta. Margaret described his words as “living water to men perishing of thirst.”
  • She became a teacher at the age of 17 and was supposed to get married. However, her fiance died before their marriage. 
  • She came back to Bengal in the year 1895 after extensively studying subjects like physics, literature, music and various religious books.

Also Read – Leander Paes: Biography, Contribution and Titles

Sister Nivedita: As Teacher

Nivedita established her school at No.16, Bosepara Lane in Bagh Bazar, Kolkata on November 13, 1898, with the blessings of the Holy Mother. 

  • At that time, parents from the Orthodox Indian society were reluctant to send their daughters to a school, especially one led by a woman from a different culture. 
  • However, Nivedita succeeded in starting with a few girls of various ages. Meeting the school’s expenses and sustaining herself was extremely challenging. 
  • Her life was forever altered on 25 March 1898, the day she entered monastic life. Swami Vivekananda welcomed her into the Brahmacharya vow, bestowing upon her the name ‘Nivedita’, which translates to ‘the dedicated one’.
  • This made her the inaugural Western woman to formally commit to monastic life in India.
  • She also formed a deep bond with Sarada Devi, the wife of Ramakrishna, and became deeply devoted to her.
“If the many and the One be indeed the same Reality, then it is not all modes of worship alone, but equally all modes of work, all modes of struggle, all modes of creation, which are paths of realization. No distinction, henceforth, between sacred and secular. To labour is to pray. To conquer is to renounce. Life is itself religion. To have and to hold is as stern a trust as to quit and to avoid.” ― Sister Nivedita

Sister Nivedita embarked on extensive travels throughout India, gaining profound knowledge of Indian history and philosophy, as well as acquiring the ability to speak Bengali. Swami Vivekananda entrusted her with the mission of advancing women’s education in India. 

In June 1899, Nivedita travelled to Europe and America to seek financial support for her school in India. She returned in February 1902, the same year Swami Vivekananda passed away. To honour his legacy, she intensified her efforts, driven by her belief that a nation under foreign rule could not hope for social, political, or cultural renewal. Nivedita made her school a hub for nationalistic activities, with Vande Mataram as the school’s prayer.

Also Read – Aruna Asaf Ali: Biography, Contributions & More

The Kolkata Plaque

In March 1899, a plague epidemic struck Kolkata. Inspired and guided by Vivekananda, Nivedita took immediate action to combat the crisis. 

  • She formed a team of dedicated individuals among the inspired youth who joined her in the fight. 
  • They cleaned the streets and alleys and cared for the sick. Nivedita worked tirelessly, often forgoing meals and rest. 
  • She even stopped drinking milk to save money for others. Her health deteriorated as she travelled from house to house, desperately seeking to overcome death. 
  • At times, Nivedita stayed with the grieving for hours, providing comfort and sympathy. Her team continued their relentless efforts for a month before they managed to control the disease.

Books by Sister Nivedita

Some of her notable works include – 

Kali the Mother1900
The Web of Indian Life1904
Cradle Tales of Hinduism 1907
The Master as I Saw Him1910
Civic & national ideals1929

In 1911, at the age of 43, Sister Nivedita passed away in Darjeeling, West Bengal due to poor health. A memorial was built in Darjeeling to honour her, which reads, ‘Here lies Sister Nivedita, who dedicated her life to India.”

Nivedita was a follower of Swami Vivekananda and hence, Swami Vivekananda gave her the name Nivedita.

Margaret Elizabeth Noble

Sister Nivedita was an author, Irish teacher, social activist and disciple of Swami Vivekananda. She relentlessly worked for the upliftment of women’s education and worked on the path described by Swami Vivekananda.

Relevant Blogs

If you want to know more about other Famous Personalities then visit our General Knowledge page!

' src=

Rajshree Lahoty

Leave a Reply Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Contact no. *

swami vivekananda biography book in bengali

Connect With Us

45,000+ students realised their study abroad dream with us. take the first step today..

swami vivekananda biography book in bengali

Resend OTP in

swami vivekananda biography book in bengali

Need help with?

Study abroad.

UK, Canada, US & More

IELTS, GRE, GMAT & More

Scholarship, Loans & Forex

Country Preference

New Zealand

Which English test are you planning to take?

Which academic test are you planning to take.

Not Sure yet

When are you planning to take the exam?

Already booked my exam slot

Within 2 Months

Want to learn about the test

Which Degree do you wish to pursue?

When do you want to start studying abroad.

January 2024

September 2024

What is your budget to study abroad?

swami vivekananda biography book in bengali

How would you describe this article ?

Please rate this article

We would like to hear more.

Have something on your mind?

swami vivekananda biography book in bengali

Make your study abroad dream a reality in January 2022 with

swami vivekananda biography book in bengali

India's Biggest Virtual University Fair

swami vivekananda biography book in bengali

Essex Direct Admission Day

Why attend .

swami vivekananda biography book in bengali

Don't Miss Out

IMAGES

  1. Swami Vivekananda Rachana

    swami vivekananda biography book in bengali

  2. Swami Vivekananda Complete BENGALI

    swami vivekananda biography book in bengali

  3. স্বামী বিবেকানন্দের জীবনী রচনা

    swami vivekananda biography book in bengali

  4. Swami vivekananda books pdf free download in bengali

    swami vivekananda biography book in bengali

  5. Short Biography of Swami Vivekananda

    swami vivekananda biography book in bengali

  6. Bengali

    swami vivekananda biography book in bengali

VIDEO

  1. Swami Vivekananda ke Guru ?

  2. స్వామి వివేకానంద బయోగ్రఫీ

  3. বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ

  4. inspiring# bioraphy# of# swami# vivekananda

  5. Swami Vivekananda Biography in Hindi

  6. Yuganayak Vivekananda (Bengali) by Swami Chidrupananda dt. 15-Jan-24

COMMENTS

  1. স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ (১২ জানুয়ারি ১৮৬৩ - ৪ জুলাই ১৯০২; জন্মনাম ...

  2. স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা সমগ্র সকল খন্ড বাংলা পিডিএফ

    স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা সমগ্র (প্রথম হইতে দশম খন্ড ...

  3. Swamijir Bani O Rachana Vol 1-10

    An illustration of an open book. Books. An illustration of two cells of a film strip. Video An illustration of an audio speaker. ... Swami Vivekananda, Hindu Religion Collection booksbylanguage_bengali; booksbylanguage Language ... Bengali Ocr_detected_script_conf 1.0000 Ocr_module_version 0.0.21 ...

  4. Amazon.in: Swami Vivekananda Books Bengali

    1-16 of 472 results for "swami vivekananda books bengali" Results. VIVEKANANDA RACHANA SAMAGRA | Volume - 1 | Swami Vivekananda | Bengali Books. Bengali Edition | 31 December 2019. 4.1 out of 5 stars 34. Unknown Binding

  5. স্বামী বিবেকানন্দ জীবনী-Swami Vivekananda Biography in Bengali

    স্বামী বিবেকানন্দের জীবনী সম্পর্কে জানতে পারবেন. swmi vivekananda biography in ...

  6. 40 টি সেরা স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী । Swami Vivekananda's

    স্বামী বিবেকানন্দের জীবনী (Biography of Swami Vivekananda)আজকে আমরা জ্ঞানী পুরুষ ...

  7. Bartman Bharat (বর্ত্তমান ভারত) : Swami Vivekananda : Free Download

    Bartaman Bharat (বর্ত্তমান ভারত) is a Bengali language essay written by Indian Hindu monk Swami Vivekananda. The essay was first published in the March 1899 issue of Udbodhan, the only Bengali language magazine of Ramakrishna Math and Ramakrishna Mission.

  8. Buy Swami Vivekananda: The Complete Biography Book Online at Low Prices

    I and II), the most comprehensive biography of Swami Vivekananda in Bengali. His other books include Amritarashodhara (lyrical form of The Gospel of Sri Ramakrishna), and Sonar Chele Narendranath (a book in Bengali on the life of Swami Vivekananda). Swami Vivekananda—A Great Son of India, Biography of Vivekananda in short for students.

  9. swami vivekananda bengali books

    Buy Online Udbodhan Publication Bengali books on Swami Vivekananda Sri Ramakrishna Sri Sarada Devi Yoga Mediation Spiritual Life vhef.org. Rs. Currency . Rs. Indian Rupees $ US Dollar; 8766787551, ... (Bengali) Author: Swami Vivekananda Publisher: Udbodhan Office Kolkata Pages: 115 Binding: Pape.. Rs.80.00

  10. Swami Vivekananda Biography in Bengali

    Swami Vivekananda Biography in Bengali | PDF. Scribd is the world's largest social reading and publishing site.

  11. স্বামী বিবেকানন্দ বাংলা বই পিডিএফ ডাউনলোড| Swami Vivekananda Bengali

    Report Content. Price:Rs.0 | Pages:126 | Size:6 MB | Author:Annapurna Devi - অন্নপূর্ণা দেবী | স্বামী বিবেকানন্দ বাংলা বই পিডিএফ পড়ুন ডাউনলোড বিনামূল্যে অনলাইন Swami Vivekananda in Bengali Free PDF Read ...

  12. স্বামী বিবেকানন্দ এর জীবনী

    স্বামী বিবেকানন্দ এর জীবনী | Biography Of Swami Vivekananda In Bangla.🎬📺🎬 প্লিজ ...

  13. Bibliography of Swami Vivekananda

    In this book, the author covered the biography of Vivekananda in brief. Swami Nikhilananda wrote Vivekananda: A Biography which was first published in 1943 from Advaita Ashrama . [9] Yuganayak Vivekananda (in Bengali) , written by Swami Gambhirananda was first published in 1966-1967.

  14. Swami Vivekananda- the biography ebook

    Swami Vivekananda- the biography ebook by Manadashankar Dasgupta pdf. ebook name- Swami Vivekananda. Author- Manadashankar Dasgupta. Type of book- Biography. File format- PDF. Pages- 609. File size- 16mb. Quality- good, without any watermark. "Where are you looking for God? who in front of you as a polymorphic.

  15. স্বামী বিবেকানন্দের জীবনী

    স্বামী বিবেকানন্দ Swami Vivekananda জন্মগ্রহণ করেছিলেন কলকাতার নামকরা আইনজীবী বিশ্বনাথ দত্তের পরিবারে। পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতার ...

  16. স্বামী বিবেকানন্দ জীবনী

    স্বামী বিবেকানন্দের শিক্ষাবস্থা: নরেনের প্রথম শিক্ষা তাঁর মা ...

  17. The Monk as Man

    The books were first published in Bengali as Achena Ajana Vivekananda in November 2003 by Sahityam. Penguin Books translated and published the book in English in 2011. As of 2011, more than 100,000 copies of the Bengali version of the book were sold. The Bengali version of the book was a best-seller even in March 2014. References

  18. Swami Vivekananda Books

    Named Narendra Nath Datta at birth by his aristocratic Bengali parents in Calcutta, he is considered a patriotic saint for propagating the message of Vedanta in the west through hundreds of speeches and lectures. ... This book is a biography of Swami Vivekananda written in an autobiographical manner. It was first published in 1963.

  19. Swami Vivekananda

    Swami Vivekananda (/ ˈ s w ɑː m i ˌ v ɪ v eɪ ˈ k ɑː n ə n d ə /; Bengali: [ʃami bibekanɔndo] ⓘ; IAST: Svāmī Vivekānanda ; 12 January 1863 - 4 July 1902), born Narendranath Datta (Bengali: [nɔrendronatʰ dɔto]), was an Indian Hindu monk, philosopher, author, religious teacher, and the chief disciple of the Indian mystic Ramakrishna. He was a key figure in the introduction ...

  20. Swami Vivekananda

    Book format - PDF, Book Size- 6MB, Annapurna Devi describes the biography of Swami Vivekananda Swami Vivekanander Bani O Rachana Published by Swami Gyanananda 01/14/2020 06/11/2021 Sabuj Comment

  21. Vivekananda: A Biography by Nikhilananda

    Swami Nikhilananda (1895-1973), born Dinesh Chandra Das Gupta was a direct disciple of Sri Sarada Devi. In 1933, he founded the Ramakrishna-Vivekananda Center of New York, a branch of Ramakrishna Mission, and remained its head until his death in 1973. An accomplished writer and thinker, Nikhilananda's greatest contribution was the translation ...

  22. PDF Swami Vivekananda

    Swami Vivekananda once spoke of himself as a 'condensed India.' His life and teachings are of inestimable value to the West for an understanding of the mind of Asia. William James, the Harvard philosopher, called the Swami the 'paragon of Vedantists.' Max Müller and Paul Deussen, the famous Orientalists of the nineteenth

  23. স্বামী বিবেকানন্দের জীবনী রচনা

    Swami Vivekananda Paragraph in Bengali, বিবেকানন্দের আবির্ভাব বাঙালি জীবনে এনেছিল এক ...

  24. 8 books by Swami Vivekananda that are filled with immense wisdom

    Books by Swami Vivekananda ji. Swami Vivekananda was, and still remains one of the greatest spiritual leaders of India. He brought the rich history of Hindu philosophy to the global platform, and ...

  25. Sister Nivedita: Biography, Role & More

    Sister Nivedita Biography. Margaret Noble was born in Tyrone, Ireland, on October 28, 1867, and came from Irish ancestry. ... music and various religious books. Also Read - Leander Paes: Biography, Contribution and Titles. Sister Nivedita: As Teacher ... as well as acquiring the ability to speak Bengali. Swami Vivekananda entrusted her with ...